শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের ফলে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে নেমে গেল মুম্বই ইন্ডিয়ানস। রবিবার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়াই রোহিত শর্মার দলের।
রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ানস। এই ম্যাচে হয়তো খেলবেন না পেসার জোফ্রা আর্চার। তিনি অস্ত্রোপচার করাতে বেলজিয়াম গিয়েছেন। মুম্বইয়ের কোচ মার্ক বাউচার জানিয়েছেন, 'জফ অস্ত্রোপচার করাতে বেলজিয়ম গিয়েছিল। আমার বিশ্বাস, ছোট অস্ত্রোপচার করাতেই ও গিয়েছিল। ও একদিনের জন্যই বেলজিয়াম গিয়েছিল। আমি যতদূর জানি জফকে রবিবারের ম্যাচে পাওয়া যাবে।' তবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না আর্চার। তাছাড়া বিদেশে অস্ত্রোপচার করিয়ে ফেরার পরেই তাঁকে খেলানোর ঝুঁকি হয়তো নেবে না মুম্বই ইন্ডিয়ানসের টিম ম্যানেজমেন্ট। আর্চারের পরিবর্তে অন্য কাউকে খেলার সুযোগ দেওয়া হতে পারে।
তবে আর্চারের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে সংশয় নেই। বাউচার জানিয়েছেন, ‘আমার মনে হয় না রোহিতের বিশ্রাম নেওয়া উচিত। অবশ্য এ ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব না। আমরা চাই রোহিত খেলুক। কারণ, ও খুব ভালো খেলোয়াড়। ও আমাদের দলের নেতা। রোহিতের যদি মনে হয় ওর বিশ্রাম নেওয়া উচিত, তাহলে আমরা ওকে বিশ্রাম দেব। কিন্তু রোহিত এখনও পর্যন্ত বিশ্রাম নেওয়ার কথা বলেনি। ফলে ওর যদি চোট না থাকে তাহলে খেলবে।’
সম্প্রতি সুনীল গাভাসকর বলেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা ভেবে আইপিএল-এ কয়েকটি ম্যাচে বিশ্রাম নেওয়া উচিত রোহিতের। এরপরেই মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়কের বিশ্রাম নেওয়া নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু বাউচার স্পষ্ট করে দিলেন, বিশ্রাম নিচ্ছেন না রোহিত। চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় মুম্বই ইন্ডিয়ানসের যা অবস্থান, তাতে রোহিত অবশ্য বিশ্রাম নেওয়ার অবস্থায় নেই। ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে মুম্বই ইন্ডিয়ানস। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পাওয়া রোহিতদের জন্য জরুরি। এই ম্যাচে জয় না পেলে প্লে-অফে যাওয়া কঠিন হয়ে যাবে।
শেষের ওভারগুলিতে প্রচুর রান দিচ্ছেন মুম্বই ইন্ডিয়ানসের বোলাররা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ৫ ওভারে তাঁরা দেন ৯৬ রান। গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ৪ ওভারে ৭০ রান দেয় মুম্বই। এই দুই ম্যাচেই হেরে যান রোহিতরা। ফলে ডেথ ওভারে বোলিং নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে মুম্বই টিম ম্যানেজমেন্টকে। এ প্রসঙ্গে বাউচার বলেছেন, ‘আমরা বারবার একই ভুল করছি। আমাদের এই সমস্যা মেটাতেই হবে। আমরা টিম মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা করেছি। আশা করি আর ভুল হবে না।’
আরও পড়ুন-
IPL 2023: বড় দলের বিরুদ্ধে ক্যাচ ফস্কালে জেতা যায় না, আফশোস নীতীশ রানার
IPL 2023: ম্যাচের বং বদলে দেন বিজয় শঙ্কর, জয়ের পর মন্তব্য হার্দিক পান্ডিয়ার
চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান