গতবারের আইপিএল-এ প্রথমবার যোগ দিয়েই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটানস। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে নামছেন হার্দিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহারা।
তারুণ্য না অভিজ্ঞতা? আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে কার জয় হবে? গতবার দু'টি সাক্ষাৎকারেই চেন্নাই সুপার কিংসকে টেক্কা দেয় গুজরাট টাইটানস। এবার প্রথম ম্যাচেই মহেন্দ্র সিং ধোনির মুখোমুখি হচ্ছেন গতবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আইপিএল-এ প্রথমবার অধিনায়ক হয়েই নিজের দক্ষতা প্রমাণ করেছেন হার্দিক। এবারও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি তিনি। শুবমান গিল, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, কেন উইলিয়ামসন, ঋদ্ধিমানরা আছেন। বোলিং বিভাগে ভরসা মহম্মদ সামি, শিবম মাভি, আলজারি জোশেফরা। ওডেন স্মিথও দলের ভরসা হয়ে উঠতে পারেন। প্রথম ম্যাচে ডেভিড মিলারকে পাচ্ছেন না হার্দিকরা। তবে তাতে খুব একটা সমস্যা হবে বলে মনে করে না টিম ম্যানেজমেন্ট। দলের বাকিদের উপর ভরসা আছে। অধিনায়ক হার্দিক যে কোনও পরিস্থিতিতেই লড়াই করতে তৈরি। গতবার তিনি যেভাবে লড়াই করেছেন, সেটা এবারও করতে পারলে দলকে সাফল্য এনে দিতে পারবেন। অধিনায়কই দলের সবচেয়ে বড় ভরসা।
জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ধোনির প্রতি বরাবরই শ্রদ্ধাশীল হার্দিক। তিনি ধোনিকে নিজের মেন্টর হিসেবে উল্লেখ করেছেন। তবে মাঠে নেমে ধোনির দলকে এতটুকু রেয়াত করতে রাজি নন হার্দিক। তিনি লড়াই করে জয় ছিনিয়ে নিতে চান। ধোনিরাও অবশ্য পাল্টা লড়াই করতে তৈরি। প্রথম কয়েকটি ম্যাচে শুধু ব্যাটার হিসেবে খেলবেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। তাঁর পাশাপাশি বাকি ৩ বিদেশি হিসেবে খেলবেন ডেভন কনওয়ে, মইন আলি ও মাহিশ থিকসানা। ব্যাটিং বিভাগে ধোনি, স্টোকস ছাড়াও ভরসা অম্বাতি রায়াডু, রুতুরাজ গায়কোয়াড়। অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা। ব্যাটিংয়ের মতোই ধোনির দলের বোলিং বিভাগও শক্তিশালী।
এবারের আইপিএল-এ চালু হচ্ছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার রুল’। পরিবর্ত হিসেবে কাকে মাঠে নামানো হবে, সেটা ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করছে। এই নিয়ম প্রয়োগ করা নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। আলোচনা করছে টিম ম্যানেজমেন্ট। দলে ৪ জনের বেশি বিদেশি ক্রিকেটারকে রাখা যাবে না। সেই কারণে প্রথম একাদশে হয়তো ৩ বিদেশিকে রেখে পরে পরিস্থিতি অনুযায়ী চতুর্থ বিদেশিকে নামানোর পরিকল্পনা করতে পারেন ধোনি-হার্দিক।
গুজরাটের ওপেনার হিসেবে গতবার ভালো পারফরম্যান্স দেখান ঋদ্ধিমান। কিন্তু এবার দলে আছেন কে এস ভরত, ম্যাথু ওয়েডের মতো উইকেটকিপার-ব্যাটাররা। তাঁদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করতে পারেন হার্দিক। সবরকম পরিস্থিতির কথাই মাথায় রাখছেন তিনি।
আরও পড়ুন-
IPL 2023: কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মগজাস্ত্র, অভিজ্ঞ অলরাউন্ডাররাই ভরসা কেকেআর-এর
IPL 2023: এবারের আইপিএল-এ ৩ রেকর্ড ভেঙে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি
জেরুজালেমের রেস্তোরাঁয় শিশুর মতো উচ্ছ্বাস সচিনের, ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা