এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ইতিমধ্যেই মোহালি পৌঁছে গিয়েছেন কেকেআর-এর সদস্যরা। সেখানেই চলছে অনুশীলন।
আইপিএল-এর ইতিহাসে দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে ট্রফি আসে কলকাতায়। কিন্তু তারপর থেকে আর কাঙ্খিত সাফল্য আসেনি। এবার কি নীতীশ রানা-চন্দ্রকান্ত পণ্ডিত জুটি দলকে চ্যাম্পিয়ন করতে পারবেন? কেকেআর সমর্থকরা সেই আশাতেই আছেন। চোটের জন্য খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে পরিবর্ত খেলোয়াড় আছেন। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শাকিব আল-হাসান, লিটন দাস, ডেভিড ওয়াইজির মতো বিদেশি ক্রিকেটারের পাশাপাশি এন জগদীশন, বৈভব অরোরা, সূযশ শর্মা, কুলবন্ত খেজরোলিয়া, মনদীপ সিংয়ের মতো ভারতীয় খেলোয়াড়দের উপরেও নির্ভর করছে কেকেআর শিবির। কোচের স্ট্র্যাটেজির উপরেও দলের ভরসা আছে। ভারতীয় ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞ পণ্ডিত। তিনি অধিনায়ক নীতীশকে সাহায্য করতে পারবেন বলেই আশা কেকেআর ম্যানেজমেন্টের। এবারের আইপিএল-এর নিলামে ৮ জন ক্রিকেটারকে নেয় কেকেআর। এই ক্রিকেটারদের উপর ভরসা রাখছে দল।
এবারের কেকেআর দলে আছেন কয়েকজন ভালোমানের অলরাউন্ডার। তাঁরাই দলের সবচেয়ে বড় ভরসা। গত কয়েক বছর ধরেই দলে অলরাউন্ডারদেরই প্রাধান্য দিচ্ছে কেকেআর ম্যানেজেমন্ট। ব্রেন্ড ম্যাকালামের পরিবর্তে পণ্ডিত কোচ হওয়ার পরেও পরিস্থিতি বদলায়নি। রাসেল, নারিন, শাকিব, ভেঙ্কটেশ আইয়ারের পাশাপাশি ওয়াইজির মতো অলরাউন্ডার আছেন। মুম্বই, বিদর্ভ, মধ্যপ্রদেশের হয়ে ৬ বার রঞ্চি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছেন পণ্ডিত। ঘরোয়া ক্রিকেটে তাঁর কোচিংয়ের বিশাল অভিজ্ঞতা আছে। তবে আইপিএল-এ এবারই প্রথম কোচিং করছেন। ফলে তাঁর বড় পরীক্ষা। এবার তাঁর কোচিংয়ে দল কেমন খেলে, সেদিকেই তাকিয়ে কেকেআর সমর্থকরা।
শ্রেয়াস না থাকায় কেকেআর-এর ব্যাটিং বিভাগের শক্তি খাতায়-কলমে একটু কমে গিয়েছে ঠিকই, তবে সেই খামতি পূরণ করতে তৈরি লিটন, শাকিব, রাসেলরা। টপ অর্ডারে ব্যাটিং করতে পারেন নারিন, লিটন, নীতীশ। মিডল অর্ডারে থাকবেন জগদীশন, শাকিব, রাসেল। ভেঙ্কটেশও খেলার জন্য তৈরি। দলে খুব বেশি বদল আনার পক্ষপাতী নন পণ্ডিত।
গত কয়েকটি আইপিএল-এ প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি কেকেআর। গতবারও প্লে-অফে যেতে পারেননি শ্রেয়াসরা। ১০ দলের লিগে ৭ নম্বরে শেষ করে কেকেআর। নতুন কোচ-অধিনায়ক এবার দলকে ভালো জায়গায় নিয়ে যেতে মরিয়া। দলকে কীভাবে সাফল্যের পথে নিয়ে যেতে হয়, সেটা ভালোভাবেই জানেন কোচ পণ্ডিত। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ সাফল্য পেয়েছেন কেকেআর কোচ। এবার তিনি আইপিএল-এও সাফল্য পেতে চান। দলে যেমন ব্যাটার, অলরাউন্ডারের অভাব নেই, তেমনই বোলিং বিভাগও শক্তিশালী। শার্দুল ঠাকুর, টিম সাউদি, উমেশ যাদবের মতো পেসারদের উপর ভরসা রাখছে দল। স্পিনার হিসেবে আছেন শাকিব, নারিন, বরুণ চক্রবর্তীরা।
আরও পড়ুন-
IPL 2023: এবারের আইপিএল-এ ৩ রেকর্ড ভেঙে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি
IPL 2023: আপাতত অস্ত্রোপচার করাচ্ছেন না, এনসিএ-তে চিকিৎসা চলবে শ্রেয়াসের
জেরুজালেমের রেস্তোরাঁয় শিশুর মতো উচ্ছ্বাস সচিনের, ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা