IPL 2023: আপাতত অস্ত্রোপচার করাচ্ছেন না, এনসিএ-তে চিকিৎসা চলবে শ্রেয়াসের

এবারের আইপিএল-এ কোনও ম্যাচেই হয়তো শ্রেয়াস আইয়ারকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। ফিট হয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে শ্রেয়াসের। আপাতত তাঁর চিকিৎসা চলছে।

চোট সারানোর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও, আপাতত অস্ত্রোপচার করাচ্ছেন না শ্রেয়াস আইয়ার। তিনি অন্য উপায় অবলম্বন করে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। ফিট না হয়ে ওঠায় কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেননি শ্রেয়াস। তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছেন। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলবে। বুধবার একটি বিশেষ ইঞ্জেকশন নিয়েছেন শ্রেয়াস। তাঁর ফিট হয়ে উঠতে কতদিন লাগবে, সেটা এখনই বলতে পারছেন না এনসিএ-র কোচিং স্টাফরা। তাঁরা শ্রেয়াসের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। বিশেষজ্ঞ চিকিৎসক ও এনসিএ-র সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন শ্রেয়াস। সবাই মনে করেন, অস্ত্রোপচার পিছিয়ে দিতে পারেন শ্রেয়াস। তাতে সমস্যা হবে না। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই চলবেন শ্রেয়াস। 

পিঠের চোটে সমস্যায় পড়ে গিয়েছেন শ্রেয়াস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে চোট পান এই ব্যাটার। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে ফের চোট পান শ্রেয়াস। সেই চোটের কারণেই আইপিএল-এর প্রথমার্ধের কোনও ম্যাচেই খেলতে পারবেন না এই তারকা। আইপিএল-এর কোনও ম্যাচেই খেলতে পারবেন কি না সেটা এখনও স্পষ্ট নয়। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন শ্রেয়াস। ৭ জুন ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার আগে অস্ত্রোপচার করাচ্ছেন না শ্রেয়াস

Latest Videos

কেকেআর-এর পক্ষ থেকে শ্রেয়াসের অনুপস্থিতিতে এবারের আইপিএল শুরু হওয়ার ঠিক আগে অধিনায়ক হিসেবে নীতীশ রানার নাম ঘোষণা করা হয়েছে। কেকেআর-এর অধিনায়ক হওয়ার দৌড়ে আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছিলেন। ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জাতীয় দলের পেসার শার্দুল ঠাকুর, বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল-হাসানের নামও সম্ভাব্য অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছিল। তবে প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছেন, তিনি সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে অধিনায়ক হিসেবে নীতীশকে বেছে নেওয়া হয়েছে।

নীতীশ বলেছেন, ‘আমার কাছে অধিনায়কত্ব নতুন কিছু নয়। আমি গত কয়েক বছর ধরেই কেকেআর-এ নেতৃত্বের দায়িত্ব পালন করছি। এবার সরকারিভাবে অধিনায়কের তকমা পেলাম। আমি যদি এই তকমা পেয়ে অতিরিক্ত চাপ নিই, তাহলে আমার খেলা নষ্ট হয়ে যেতে পারে।’

শনিবার এবারের আইপিএল-এ প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর। অ্যাওয়ে ম্যাচে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কেকেআর। প্রথম ম্যাচ জিতে এবারের আইপিএল অভিযান ভালোভাবে শুরু করাই কেকেআর-এর লক্ষ্য।

আরও পড়ুন-

IPL 2023: বাংলাদেশের হয়ে অসাধারণ ফর্ম, আইপিএল-এ কেকেআর-এর তুরুপের তাস হয়ে উঠবেন লিটন দাস?

IPL 2023: সাফল্যের জন্য ম্যান ম্যানেজমেন্টের উপর জোর দিচ্ছেন কেকেআর ক্যাপ্টেন

মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari