IPL 2023: শুবমানের অসাধারণ ইনিংস, রিঙ্কু সিংয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল গুজরাট

Published : Apr 13, 2023, 11:20 PM ISTUpdated : Apr 14, 2023, 12:00 AM IST
Gujarat Titans

সংক্ষিপ্ত

আইপিএল-এ আরও একটি উত্তেজক ম্যাচ হল বৃহস্পতিবার। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিরুদ্ধে অসাধারণ লড়াই করল পাঞ্জাব কিংস। শেষপর্যন্ত উত্তেজনা বজায় ছিল।

কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। বৃহস্পতিবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিল গুজরাট। ৬৭ রানের অসাধারণ ইনিংস খেলেন শুবমান গিল। শেষ ওভারে তাঁকে বোল্ড করে দেন স্যাম কারান। এরপর বাউন্ডারি মেরে গুজরাটকে জয় এনে দেন রাহুল তেওয়াটিয়া। শেষপর্যন্ত লড়াই করে পাঞ্জাব। কিন্তু শিখর ধাওয়ানের দলের পক্ষে জয় পাওয়া সম্ভব হল না। অ্যাওয়ে ম্যাচে জয় ছিনিয়ে নিল গুজরাট। এই জয়ের ফলে ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হার্দিক পান্ডিয়ারা। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে পাঞ্জাব।

বৃহস্পতিবার মোহালিতে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হার্দিক। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান করে পাঞ্জাব। সর্বাধিক ৩৬ রান করেন ম্যাথু শর্ট। জিতেশ শর্মা করেন ২৫ রান। ২২ রান করেন স্যাম কারান ও শাহরুখ খান। ভানুকা রাজাপক্ষ করেন ২০ রান। পাঞ্জাবের দুই ওপেনারই বড় রান পাননি। দ্বিতীয় বলেই প্রভসিমরন সিংকে (০) বোল্ড করে দেন মহম্মদ সামি। অধিনায়ক ধাওয়ান করেন ৮ রান। গুজরাটের হয়ে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন মোহিত শর্মা। ১ উইকেট করে নেন সামি, জোশুয়া লিটল, আলজারি জোশেফ ও রশিদ খান। 

রান তাড়া করতে নেমে গুজরাটের ইনিংসের শুরুটা ভালো করেন ঋদ্ধিমান সাহা (৩০) ও শুবমান। ঋদ্ধিমানের ১৯ বলে ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। শুবমানের ৪৯ বলের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। সাই সুদর্শন করেন ১৯ রান। হার্দিক অবশ্য বড় রান পাননি। গুজরাটের অধিনায়ক করেন ৮ রান। ১৭ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ৫ রান করে অপরাজিত থাকেন তেওয়াটিয়া। পাঞ্জাবের হয়ে ১ উইকেট করে নেন আর্শদীপ সিং, কাগিসো রাবাদা, হরপ্রীত ব্রার ও কারান।

ঘরের মাঠে কেকেআর-এর বিরুদ্ধে শেষ ওভারে হেরে গেলেও, পাঞ্জাবের বিরুদ্ধে ঠান্ডা মাথায় জয় ছিনিয়ে নিল গুজরাট। শেষ ওভারে শুবমান আউট হয়ে যাওয়ার পর হঠাৎ চাপ বেড়ে গিয়েছিল। শেষ ২ বলে জয়ের জন্য দরকার ছিল ৪ রান। এই পরিস্থিতিতে বাউন্ডারি মেরে পাঞ্জাবকে জেতালেন তেওয়াটিয়া। এই জয়ে শুবমানের পাশাপাশি বড় অবদান থাকল ঋদ্ধিমানের।

আরও পড়ুন-

IPL 2023: খারাপ খেলছেন না আন্দ্রে রাসেল, দাবি সতীর্থ লকি ফার্গুসনের

IPL 2023: প্রকাশ্যে আম্পায়ারের সমালোচনা, অশ্বিনের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা

IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে