IPL 2023: প্রকাশ্যে আম্পায়ারের সমালোচনা, অশ্বিনের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা

এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও ব্যাটে-বলে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অশ্বিন।

আইপিএল-এর আচরণবিধি লঙ্ঘন করার দায়ে রাজস্থান রয়্যালসের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অশ্বিনের বিরুদ্ধে আইপিএল-এর আচরণবিধির ২.৭ ধারা লঙ্ঘন করার অভিযোগ আনা হয়। বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অশ্বিন আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার ম্যাচ রেফারি জরিমানার কথা জানান। আইপিএল-এর আয়োজকদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘অশ্বিনের বিরুদ্ধে আইপিএল-এর আচরণবিধির ২.৭ ধারার লেভেল ১ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। অশ্বিন নিজের দোষ স্বীকার করে নিয়েছে। এরপররেই ওর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।’

ঠিক কী কারণে অশ্বিনের জরিমানা করা হল, সে ব্যাপারে বিসিসিআই বা আইপিএল-এর আয়োজকদের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে যে ধারায় এই ক্রিকেটারের জরিমানা করা হয়েছে, সেই ধারায় বলা আছে, 'প্রকাশ্যে ম্যাচের কোনও ঘটনা বা কোনও খেলোয়াড়, কোচ, আম্পায়ার, বিপক্ষ দলের সমালোচনা করা চলবে না। সমালোচনা বা অনভিপ্রেত মন্তব্য করলেই শাস্তির মুখে পড়তে হবে।' বুধবারের ম্যাচের পর আম্পায়ারের সমালোচনা করেন অশ্বিন। সেই কারণেই তাঁর জরিমানা হল।

Latest Videos

এই ম্যাচে টানটান লড়াইয়ের পর চেন্নাইকে ৩ রানে হারিয়ে দেয় রাজস্থান। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা হন অশ্বিন। প্রথমে ব্যাটিং করতে নেমে ২২ বলে ৩০ রান করার পর ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন এই অফস্পিনার। দলকে জেতানোর পর আম্পায়ারের সমালোচনা করে অশ্বিন বলেন, ‘আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে আম্পায়াররা স্বতঃপ্রণোদিত হয়ে শিশির পড়ছে বলে বল বদলে দিলেন। এটা এর আগে কোনওদিন দেখিনি। আমি এই ঘটনায় সত্যিই অবাক হয়ে গিয়েছি। এবারের আইপিএল-এ মাঠে এমন অনকে কিছুই হয়েছে যা আমাকে হতবাক করে দিয়েছে। সবকিছুতেই ভারসাম্য থাকা উচিত। আমরা বোলিং করছিলাম। আমরা বল বদলানোর আবেদন জানাইনি। আম্পায়াররা বল বদলে দেন। আমি এ ব্যাপারে আম্পায়ারকে প্রশ্ন করেছিলাম। তিনি বলেন, আম্পায়াররা চাইলে বল বদলাতে পারেন। তাই আশা করি এবার থেকে যখনই মাঠে শিশির পড়বে তখনই আম্পায়াররা বল বদলে দেবেন। এবারের আইপিএল-এ যা খুশি করা যাচ্ছে। আমার মনে হয়, নির্দিষ্ট নিয়ম থাকা দরকার।’ এই মন্তব্যের জন্যই জরিমানার মুখে পড়লেন অশ্বিন

আরও পড়ুন-

IPL 2023: ধোনি ব্যাটিং অর্ডারে উঠে এলে ভালো হবে, মত সুনীল গাভাসকরের

অ্যাকশনে বদল আনা কঠিন, জসপ্রীত বুমরার ফিটনেস প্রসঙ্গে মন্তব্য ইয়ান বিশপের

IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury