IPL 2023: ব্যাটিংয়ের দায়িত্ব নিতে ভালোবাসি, পাঞ্জাব কিংসকে হারিয়ে বললেন মার্কাস স্টোইনিস

শুক্রবার মোহালিতে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন লখনউ সুপার জায়ান্টসের তারকা অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দলের জয়ে বড় অবদান থাকল স্টোইনিসের।

শুক্রবার মোহালিতে আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক স্কোর করল লখনউ সুপার জায়ান্টস। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৬ রান জয় পেল আইপিএল-এর নবীন ফ্র্যাঞ্চাইজি দলটি। এই জয়ে সবচেয়ে বড় অবদান থাকল অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪০ বলে ৭২ রান করেন স্টোইনিস। এরপর ২১ রান দিয়ে ১ উইকেট নেন এই অলরাউন্ডার। তিনি আঙুলে চোট পাওয়ায় দ্বিতীয় ওভার শেষ করতে পারেননি। ম্যাচের শেষে স্টোইনিস বলেছেন, 'আমার আঙুল ঠিক আছে। স্ক্যান করিয়ে নেব। আমরা হোম ম্যাচের উইকেট আর এই ম্যাচের উইকেটের পার্থক্য নিয়ে রসিকতা করছিলাম। আমরা শুধু পার্টনারশিপ গড়ার চেষ্টা করছিলাম। তার ফলেই বড় স্কোর করতে পেরেছি।'

স্টোইনিস আরও বলেছেন, ‘আয়ূষ (বাদোনি) দুর্দান্ত ব্যাটিং করেছে। আমি মিডল অর্ডারে ব্যাটিংয়ের দায়িত্ব নিতে পছন্দ করি। ইনিংস শেষ করাই আমার লক্ষ্য থাকে। আমি কেরিয়ারে সব পজিশনেই ব্যাটিং করেছি। আমি নেটে বোলিং অনুশীলনের সময় কয়েকটি বলে স্যুইং আদায় করে নিই। সেই বোলিং দেখে টিম ম্যানেজমেন্ট উৎসাহিত হয়ে ওঠে। এই কারণেই আমাকে নতুন বল দেওয়া হয়। কেউই পাটা উইকেটে বোলিং করতে চায় না। আমাদের ঘরের মাঠের উইকেটে বোলিং করা আমার পক্ষে সহজ। কারণ, সেই উইকেটে আমি বলের গতির হেরফের করতে পারি।’

Latest Videos

লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল বলেছেন, ‘টি-২০ ফর্ম্যাট যেভাবে চলছে, তার বিরুদ্ধেই আমরা জয় পেলাম। তবে এ ব্যাপারে আমার পক্ষে কাউকে কিছু বলা সম্ভব নয়। আমাদের দল জেতায় আমি খুব খুশি। এখন থেকে প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা গত ম্যাচের পর এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালাম। গত ম্যাচের পর কিছুদিন বিরতি পাওয়ায় এই ম্যাচে আমরা তরতাজা হয়ে খেলতে নেমেছিলাম। কীভাবে ব্যাটিং করতে হবে, সে ব্যাপার আমাদের স্পষ্ট ধারণা ছিল। এই ধরনের উইকেটে খেলা হলে সব ব্যাটারই উৎসাহিত হয়ে ওঠে। ২৫০ স্কোরই বলে দিচ্ছে আমরা কীভাবে ব্যাটিং করেছি। আমাদের দলের কাছ থেকে কী আশা করা হয়, সেটা সবাই জানে। উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারলে সবারই কাজ সহজ হয়ে যায়। আমরা সবসময় ইনিংসের শুরুটা ভালো করার চেষ্টা করি। আমাদের দলে কাইল মেয়ার্স, স্টোইনিস, বাদোনির মতো ব্যাটাররা আছে। ওরা ভালো ব্যাটিং করছে। (দীপক) হুডাও ভালো ব্যাটিং করছে।’

আরও পড়ুন-

IPL 2023: ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স স্টোইনিসের, পাঞ্জাবকে উড়িয়ে দিল লখনউ

IPL 2023: পারিবারিক সমস্যা, আইপিএল-এর মাঝেই বাংলাদেশে ফিরলেন লিটন দাস

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report