সংক্ষিপ্ত
চলতি আইপিএল-এ সর্বাধিক স্কোর করল লখনউ সুপার জায়ান্টস। আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক স্কোর এবং মোহালিতে সর্বাধিক স্কোর করল কে এল রাহুলের দল।
চলতি আইপিএল-এ এরকম একপেশে ম্যাচ খুব কমই হয়েছে। টসে জিতে প্রথমে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য নিশ্চয়ই আফশোস করছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২৫৭ রান করে তখনই জয় নিশ্চিত করে ফেলে লখনউ সুপার জায়ান্টস। পাঞ্জাব কতটা লড়াই করে সেটা নিয়েই শুধু ম্যাচের দ্বিতীয়ার্ধে আগ্রহ ছিল। সাধ্যমতো লড়াইয়ের চেষ্টা করলেন পাঞ্জাবের ব্যাটাররা। কিন্তু তাঁদের পক্ষে লখনউয়ের স্কোরের ধারেকাছে পৌঁছনো সম্ভব হয়নি। ১৯.৫ ওভারে ২০১ রানে অলআউট হয়ে গেল পাঞ্জাব। ফলে ৫৬ রানে জয় পেল লখনউ। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল কে এল রাহুলের দল। শীর্ষে থাকা ৪ দলেরই পয়েন্ট ১০। কিন্তু রান রেটে এগিয়ে থেকে শীর্ষে রাজস্থান রয়্যালস। দ্বিতীয় স্থানে লখনউ। তৃতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। চতুর্থ স্থানে চেন্নাই সুপার কিংস।
এদিন লখনউ সুপার জায়ান্টসের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান মার্কাস স্টোইনিস। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪০ বলে ৭২ রান করেন এই অলরাউন্ডার। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ওপেনার কাইল মেয়ার্স ২৪ বলে ৫৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। ১৯ বলে ৪৫ রান করেন নিকোলাস পুরাণ। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। ১২ রান করেন রাহুল। ১১ রান করে অপরাজিত থাকেন দীপক হুডা। ৫ রান করে অপরাজিত থাকেন ক্রুণাল পান্ডিয়া।
পাঞ্জাব কিংসের বোলারদের মধ্যে ৪ ওভার বোলিং করে ৫২ রান দিয়ে ২ উইকেট নেন কাগিসো রাবাদা। ৪ ওভার বোলিং করে ৫৪ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ সিং। ৩ ওভার বোলিং করে ৪২ রান দেন গুরনুর ব্রার। ১ ওভার বোলিং করে ১৭ রান দেন সিকন্দর রাজা। ৩ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন স্যাম কারান। ১ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন লিয়াম লিভিংস্টোন। সবচেয়ে কম রান দেন রাহুল চাহার। তিনি ৪ ওভার বোলিং করে ২৯ রান দেন।
পাঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক ৬৬ রান করেন অথর্ব তাইডে। তাঁর ৩৬ বলের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ২২ বলে ৩৬ রান করেন রাজা। লিভিংস্টোন ২৩, কারান ২১ ও জিতেশ শর্মা ২৪ রান করেন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন যশ ঠাকুর। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন নবীন-উল-হক। ৪১ রান দিয়ে ২ উইকেট নেন রবি বিষ্ণোই। ২১ রান দিয়ে ১ উইকেট নেন স্টোইনিস।
আরও পড়ুন-
IPL 2023: পারিবারিক সমস্যা, আইপিএল-এর মাঝেই বাংলাদেশে ফিরলেন লিটন দাস
IPL 2023: ধোনিদের বিরুদ্ধে ফের জয়, পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস
Sachin Tendulkar Birthday: জীবনের ৫০ পূর্ণ সচিনের, শুভেচ্ছা সারা ক্রিকেট দুনিয়ার