IPL 2023: লিভিংস্টোনের পাল্টা ঈশানের বিস্ফোরক ইনিংস, বিশাল স্কোর তাড়া করে জয় মুম্বইয়ের

Published : May 03, 2023, 11:21 PM ISTUpdated : May 03, 2023, 11:53 PM IST
Ishan Kishan

সংক্ষিপ্ত

ফর্মে ফিরলেন মুম্বই ইন্ডিয়ানসের ওপেনার ঈশান কিষাণ। চলতি আইপিএল-এ বড় রান করতে পারছিলেন না এই উইকেটকিপার-ব্যাটার। তবে বুধবার বড় রান পেলেন তিনি।

ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিশাল স্কোর তাড়া করে জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ানস। মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই ম্যাচেরই পুনরাবৃত্তি হল। ফের বিশাল স্কোর তাড়া করে জয় ছিনিয়ে নিল আইপিএল-এর ইতিহাসে সফলতম দল। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২১৪ রান করে পাঞ্জাব কিংস। ৭ বল বাকি থাকতেই সেই রান টপকে গেল রোহিত শর্মার দল। ৬ উইকেটে জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এলেন রোহিতরা। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে পাঞ্জাব কিংস।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত। তাঁর দলের বোলাররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ৪ ওভারে ৫৬ রান দেন জোফ্রা আর্চার। তিনি উইকেট পাননি। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন আর্শাদ খান। ৩ ওভারে ৩৭ রান দেন আকাশ মাধোয়াল।২৯ রান দিয়ে ২ উইকেট নেন পীযূষ চাওলা। ২ ওভার বল করে ১৫ রান দেন ক্যামেরন গ্রিন। পাঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক ৮২ রান করে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন। তাঁর ৪২ বলের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। ২৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন জিতেশ শর্মা। তিনি ৫টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। ২৭ রান করেন ম্যাথু শর্ট। ৩০ রান করেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। ৯ রান করেন প্রভসিমরন সিং।

রান তাড়া করতে নেমে তৃতীয় বলেই রোহিতের উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ানস। তবে অপর ওপেনার ঈশান কিষাণ ৪১ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তিনি ৭টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ৩১ বলে ৬৬ রান করেন সূর্যকুমার যাদব। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ক্যামেরন গ্রিন করেন ২৩ রান। ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। ১০ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা। পাঞ্জাব কিংসের হয়ে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন নাথান এলিস। ২০ রান দিয়ে ১ উইকেট নেন ঋষি ধাওয়ান। ১ উইকেট নিলেও, ৬৬ রান দেন আর্শদীপ সিং। বোলারদের ব্যর্থতার জন্যই হেরে গেল পাঞ্জাব কিংস। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ইশান।

আরও পড়ুন-

IPL 2023: 'আপনারা ঠিক করেছেন এটা আমার শেষ মরসুম', ইঙ্গিতপূর্ণ মন্তব্য ধোনির

IPL 2023: উরুর চোট, আইপিএল থেকে ছিটকে গেলেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

PREV
click me!

Recommended Stories

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং: রোহিত শর্মার সঙ্গে দূরত্ব কমিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি
India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার