সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এর পিছু ছাড়ছে না চোট-আঘাত। এবার চোটের বলি হলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। তাঁর চোটে সমস্যায় পড় গেল দল। 

আশঙ্কাই সত্যি হল। চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসির খেলা কভার ড্রাইভ বাঁচাতে বাউন্ডারি লাইন পর্যন্ত ছুটে যান রাহুল। তখনই তিনি চোট পান। যন্ত্রণায় লুটিয়ে পড়েন মাঠে। এরপরেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেই চোটের কারণেই চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন রাহুল। তাঁর চোটে সমস্যায় পড়ে গেল লখনউ। একইসঙ্গে ভারতীয় দলও উদ্বিগ্ন। কারণ, ৭ জুন শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। লন্ডনের দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহুল খেলতে পারবেন কি না, সেটা এখনই বলা সম্ভব নয়। বিসিসিআই-এর স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিক্যাল টিম রাহুলকে ফিট করে তোলার চেষ্টা করবে। কিন্তু তাঁকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ফিট করে তোলা কঠিন।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রাহুলের পাশাপাশি চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাটও। নেটে বোলিং অনুশীলন করার সময় তিনি পড়ে গিয়ে কাঁধে চোট পান। সেই চোটের কারণেই আইপিএল-এ খেলতে পারবেন না উনাদকাট।

এ প্রসঙ্গে বিসিসিআই-এর কর্তা বলেছেন, ‘কে এল এখন ওর দলের সঙ্গে লখনউয়ে আছে। তবে বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দেখার পর বৃহস্পতিবার ও শিবির ছাড়বে। মুম্বইয়ে বিসিসিআই-এর মেডিক্যাল ফেসিলিটিতে ওর স্ক্যান করা হবে। কে এল ও জয়দেবের চোটের ব্যাপারটি বিসিসিআই দেখছে।’

বিসিসিআই সূত্রে আরও জানা গিয়েছে, ‘এখনও পর্যন্ত রাহুলের স্ক্যান করা হয়নি। কোনও ক্রিকেটার এরকম চোট পেলে সেই জায়গায় প্রচণ্ড যন্ত্রণা হয় এবং জায়গাটি ফুলেও থাকে। এই যন্ত্রণা ও ফোলা ভাব কমতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে। তারপরেই স্ক্যান করা সম্ভব হয়। ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য রাহুল। ফলে ওর আইপিএল থেকে ছিটকে যাওয়া ভারতীয় দলের জন্য উদ্বেগের ব্যাপার। ওর স্ক্যান হওয়ার পরেই চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এবারের আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছিলেন রাহুল। তিনি দলের দ্বিতীয় সর্বাধিক স্কোরার। ফলে রাহুলের খেলতে না পারা দলের পক্ষে বড় ধাক্কা। রাহুলের অনুপস্থিতিতে হয়তো এবার লখনউয়ের অধিনায়কত্ব করবেন ক্রুণাল পান্ডিয়া। গত ম্যাচে রাহুল চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর দলকে নেতৃত্ব দেন ক্রুণালই।

আরও পড়ুন-

IPL 2023: শেষ ওভারে ইশান্ত শর্মার কামাল, চমকপ্রদ জয় দিল্লি ক্যাপিটালসের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে ভারত

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ