IPL 2023: পাওয়ার প্লে-তে অত্যধিক রান দেওয়ার জন্যই হারতে হল, মত ধোনির

চলতি আইপিএল-এ ৮ ম্যাচ খেলে ৫টি জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। হার ৩ ম্যাচে। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকত সিএসকে। কিন্তু সেই সুযোগ হারাল।

এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দু'টি ম্যাচেই হেরে গেল চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে চিপকে জয় পাওয়ার পর বৃহস্পতিবার জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামেও জয় পেল সঞ্জু স্যামসনের দল। এই হারে শীর্ষস্থান হারাল মহেন্দ্র সিং ধোনির দল। সিএসকে-কে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল রাজস্থান। হারের পর সিএসকে অধিনায়ক ধোনি বলেছেন, 'আমাদের টার্গেট একটু বেশিই ছিল। আমরা প্রথম ৬ ওভারে অত্যধিক রান দিয়ে ফেলি। তার ফলেই ওরা এত রান করতে পারল। সেই সময় এই পিচে ব্যাটিং করাও সহজ ছিল। ওদের ইনিংসের শেষদিকেও ব্যাটের কানায় বল লেগে বাউন্ডারি লাইন পেরিয়ে যাচ্ছিল। ওরা সমানে অতিরিক্ত রান পেয়ে যাচ্ছিল। আমরা সেই রান আটকাতে পারছিলাম না।'

ধোনি আরও বলেছেন, 'মাথিসা পাথিরানা ভালো বোলিংই করেছ। ও মোটেই খারাপ বোলিং করেনি। ও কেমন বোলিং করেছে, সেটা স্কোরবোর্ড দেখে বোঝা যাবে না। যশস্বী জয়সোয়াল খুব ভালো ব্যাটিং করেছে। বোলারদের আক্রমণ করা জরুরি। যশস্বী হিসেব করে ঝুঁকি নিয়েছে। আমাদের বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করা কিছুটা সহজ হয়ে গিয়েছিল। কারণ, আমাদের বোলাররা ঠিকমতো লেংথে বল রাখতে পারছিল না। কিন্তু তারপরেও বলতেই হবে, যশস্বী ব্যাটিং ওপেন করতে নেমে খুব ভালো ব্যাটিং করেছে। শেষদিকে (ধ্রুব) জুরেলও খুব ভালো ব্যাটিং করেছে।'

Latest Videos

জয়পুরে খেলা সম্পর্কে ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়েছেন ধোনি। তিনি বলেছেন, ‘বিশাখাপত্তনমে ওডিআই ফর্ম্যাটে প্রথম শতরান করার সুবাদে আমি আরও ১০টি ম্যাচে খেলার সুযোগ পেয়ে যাই। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩ আমাকে আরও এক বছর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দেয়। এই মাঠেই সেই ইনিংস খেলেছিলাম। ফলে এই মাঠ আমার হৃদয়ের খুব কাছাকাছি।’

বৃহস্পতিবারের ম্যাচে ৩২ রানে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ওপেনার যশস্বী। ৪৩ বলে ৭৭ রান করেন রাজস্থানের ওপেনার। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২০২ রান করে রাজস্থান। ২০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৭০ রান করেই থেমে যায় সিএসকে। রুতুরাজ গায়কোয়াড় ৪৭ ও শিবম দুবে ৫২ রান করেন। ২২ রান দিয়ে ৩ উইকেট নেন রাজস্থানের অস্ট্রেলিয়ান লেগ-স্পিনার অ্যাডাম জাম্পা। ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন-

IPL 2023: ধোনিদের বিরুদ্ধে ফের জয়, পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস

IPL 2023: আইপিএল-এ জয়পুরে প্রথম ইনিংসে সর্বাধিক স্কোর, নজির রাজস্থান রয়্যালসের

Sachin Tendulkar: সবসময় মাথা উঁচু করে চলেন, সচিনের জন্মদিনে শুভেচ্ছা যুবরাজের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report