দিল্লি ক্যাপিটালসকে সহজেই হারিয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। দলের জয়ে বড় অবদান থাকল যশস্বী জয়সোয়াল ও জস বাটলারের।
চলতি আইপিএল-এ দ্বিতীয় অর্ধশতরান হয়ে গেল। প্রথম ওভারে ৫টি বাউন্ডারি মেরে ২০ রান করে নতুন নজিরও গড়লেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। এবারের আইপিএল-এ কোনও ম্যাচে প্রথম ওভারে এটাই কোনও দলের সবচেয়ে বেশি রান। দলকে দ্বিতীয় ম্যাচ জিতিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিয়ে গিয়েছেন যশস্বী। এই তরুণই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। রাজস্থানের অপর ওপেনার জস বাটলারও ম্যাচের সেরা হওয়ার দাবিদার ছিলেন। ৩১ বলে ৬০ রান করেন যশস্বী। ৫১ বলে ৭৯ রান করেন বাটলার। পাওয়ার-প্লে-তে ৬৮ রান করে রাজস্থান। দিনের শেষে সেটাই পার্থক্য গড়ে দেয়। ম্যাচ শেষে যশস্বী বলেছেন, তিনি বাটলারকে দেখে শেখার চেষ্টা করছেন।
যশস্বীর বক্তব্য, ‘আমি কঠোর পরিশ্রম করেছি। নিজের সেরা পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছি। আমার কাছে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা আমার জন্য জরুরি। এই ম্যাচে ব্যাটিং করার সময় আমার মাথায় ঘুরছিল, মারার বল পেলেই শট খেলব। জস বাটলার যখন অনুশীলন করেন, তখন তাঁকে দেখে আমি শেখার চেষ্টা করি। আমি জানতাম, বিপক্ষের বোলারদের বলে শট খেলার ক্ষমতা আছে আমার। পিচ ব্যাটারদের সহায়ক ছিল। গুয়াহাটিতে এটাই আমাদের শেষ ম্যাচ ছিল। এখানে ভালো ব্যাটিং করে দলকে জিতিয়ে ভালো লাগছে।’
রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন বলেছেন, ‘আমরা যেরকম পরিকল্পনা করেছিলাম সেগুলি প্রায় সবই ঠিকঠাক খেটে গিয়েছে। শুধু আমি রান করতে পারলাম না। আমার রান করার পরিকল্পনা ধাক্কা খেয়েছে। আমি এই ফর্ম্যাটে ব্যাটিং করার সময় শুরুতে কয়েকটি বল খেলি, তারপর বড় শট খেলি। যশস্বী জয়সোয়াল ও জস বাটলার দ্রুত রান করায় আমাদের কাজ সহজ হয়ে যায়। দলে আমার ভূমিকা স্পষ্ট। আমি ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও ভালো পারফরম্যান্স দেখাতে চাই। ভালো ক্যাচ নিতে চাই। শিশির পড়লে ভেজা বলে কীভাবে বোলিং করতে হয় সেটা যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন জানে। অশ্বিন এদিনও ভালো বোলিং করল।’
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘২০০ রানের টার্গেট তাড়া করতে নামলে ইনিংসের শুরুটা ভালো হওয়া জরুরি। ট্রেন্ট বোল্ট ভালো বোলিং করেছে। ওকে কৃতিত্ব দিতেই হবে। কিন্তু এই ম্যাচে আমাদের কোনও পরিকল্পনাই কাজে লাগল না। আমাদের একজন স্ট্রাইক বোলার খেলতে পারল না। আমরা ভালো ব্যাটিংও করতে পারিনি।’