IPL 2023: 'সব ঠিক আছে, চালিয়ে খেলার চেষ্টা করছি,' বাংলায় জবাব ঋদ্ধিমানের

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। দলের এই সাফল্যে বড় অবদান আছে বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহার।

৩৪ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৪১ রান। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুজরাট টাইটানসকে জেতানোর পর অসাধারণ মেজাজে পাওয়া গেল ঋদ্ধিমান সাহাকে। ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে পরিষ্কার বাংলায় শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার বললেন, 'সব ঠিক আছে। চালিয়ে খেলার চেষ্টা করছি।' ঋদ্ধিমান আরও বলেন, ‘আমরা গত বছর একটি মাণদণ্ড ঠিক করেছি। এবারও সেভাবেই খেলে চলেছি। আমাদের দলের সব বোলারই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। এটা সবসময় ভালো লক্ষণ। পাওয়ার প্লে-র সুযোগ যতটা সম্ভব বেশি নেওয়াই আমাদের লক্ষ্য ছিল। আমি পাওয়ার প্লে-তে কয়েকটি বল ঠিকঠাক টাইমিং করার পরেই আত্মবিশ্বাস পেয়ে যাই। স্ট্রাইক রোটেট করে যাচ্ছিলাম।’

ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ঋদ্ধিমান। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স দেখান বাংলার উইকেটকিপার। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘রশিদ খান ও নূর আহমেদের বলে কিপিং করার সময় আমি দেরিতে নড়াচড়া করি। কারণ, ওদের বলে বৈচিত্র থাকে। ওদের বল বুঝে নিয়ে তারপর সেটা ধরার জন্য ঝাঁপাই আমি।’

Latest Videos

শুক্রবার রাজস্থান রয়্যালসের ইনিংসের ১৪-তম ওভারে নূর আহমেদের বলে উইকেটের পিছনে অসাধারণ একটি সেভ করেন ঋদ্ধিমান। সেই সময় স্ট্রাইকার প্রান্তে ছিলেন শিমরন হেটমায়ার। ওভারের শেষ বলটি ওয়াইড করেন নূর আহমেদ। ডানদিকে শরীর ছুড়ে দিয়ে সেই বল ধরে নেন ঋদ্ধিমান। তিনি নিশ্চিত বাউন্ডারি বাঁচিয়ে দেন। বাংলার উইকেটকিপারের এই পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যান গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। তিনি ঋদ্ধিমানের প্রশংসা করেন।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ। ৩ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন নূর আহমেদ। ১ উইকেট করে নেন মহম্মদ সামি, হার্দিক ও জশুয়া লিটল। এ প্রসঙ্গে হার্দিক বলেছেন, 'আমি রশিদকে স্পিনারদের পরিচালনা করার দায়িত্ব দিয়েছি। বিশেষ করে নূরের সঙ্গে কথা বলার দায়িত্ব রশিদকেই দিয়েছি। ওরা একই ভাষায় কথা বলে। রশিদের চেয়ে ভালো আর কেউ নেই।'

চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ১৮ উইকেট নিয়েছেন রশিদ। তবে গত সপ্তাহে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই লেগ-স্পিনার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখানোর পর রশিদ বলেছেন, ‘কেকেআর-এর বিরুদ্ধে আমার দিনটা খারাপ ছিল। আমি কয়েকটি খারাপ বল করি। তার ফলেই বেশি রান দিতে হয়েছে। আমি ভিডিও অ্যানালিস্টের সঙ্গে কথা বলি। একটু বেশি ফুল লেংথ ডেলিভারি করার সুফল পেলাম।’

আরও পড়ুন-

IPL 2023: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সহজ জয়, ব্যবধান বাড়িয়ে লিগ শীর্ষেই গুজরাট টাইটানস

WTC Final: উরুর অস্ত্রোপচার করাবেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেই রাহুল

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar