এবারের আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও অসামান্য লড়াই করেছেন ধোনি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। বুধবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচ শেষ হওয়ার পর মাঠ ছাড়ছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি হাঁটুর চোটের জন্য ভালোভাবে হাঁটতে পারছিলেন না। পা টেনে টেনে হাঁটছিলেন ধোনি। এরই মধ্যে তিনি দর্শকদের অভিবাদনের জবাবে গ্যালারির দিকে হাত নাড়েন। এই ভিডিও দেখে ধোনির অনুরাগীরা উদ্বিগ্ন। তাঁদের উদ্বেগ বাড়িয়ে দিয়ে সিএসকে-র প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ধোনির হাঁটুতে চোট রয়েছে। সেই চোট নিয়েই খেলে চলেছেন তিনি। ধোনি অবশ্য বরাবরই লড়াকু ক্রিকেটার। অতীতে বহু ম্যাচেই তিনি চোট নিয়ে খেলে দলকে জিতিয়েছেন। ফলে এবারও ধোনির লড়াইয়ের উপর ভরসা রাখছেন সিএসকে সমর্থকরা।
বুধবার রাজস্থানের বিরুদ্ধে ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন ধোনি। তাঁর ইনিংসে ছিল ১টি বাউন্ডারি, ৩টি ওভার-বাউন্ডারি। চোট নিয়েই অসাধারণ পারফরম্যান্স দেখান সিএসকে অধিনায়ক। এই ইনিংস দেখে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তিনি চাইছেন ব্যাটিং অর্ডারে উপরের দিকে উঠে আসুন ধোনি। তাহলে তিনি বড় স্কোর করার জন্য আরও সময় পাবেন। আইপিএল-এর সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলে গাভাসকর বলেছেন, ‘আমার আশা, ব্যাটিং অর্ডারে নিজেকে উপরের দিকে তুলে আনবে ধোনি। সেটা হলে ও ২-৩ ওভারের বদলে আরও বেশি সময় পাবে। ওর বড় রান করার ক্ষমতা আছে। সেই কারণে ও যদি ব্যাটিং অর্ডারে উপরের দিকে উঠে আসে, তাহলে সিএসকে-রই লাভ হবে।’
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান অবশ্য মনে করেন, ব্যাটিং অর্ডারে উপরের দিকে উঠে আসবেন না। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মর্গ্যান বলেছেন, ‘বর্তমানে সিএসকে-র হয়ে যে ব্যাটাররা খেলছেন, তাঁরাই দলের সেরা ব্যাটার। ফলে সিএসকে-র ব্যাটিং অর্ডারে উন্নতির সম্ভাবনা নেই। আমি জানি, ধোনি ব্যাটিং অর্ডারে নীচের দিকেই থাকতে চায়। না হলে ও উপরের দিকেই ব্যাটিং করতে যেত। আমার মনে হয় না ধোনি ব্যাটিং অর্ডারে উপরের দিকে যাবে। সিএসকে প্লে-অফের যোগ্যতা অর্জন করলে হয়তো ব্যাটিং অর্ডারে উপরের দিকে যেতে পারে ধোনি। না হলে ও লোয়ার অর্ডারেই ব্যাটিং করবে। ও নিজেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ও যেটা ভালো মনে করবে সেটাই করবে। ও এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত ব্যক্তি।’
আরও পড়ুন-
IPL 2023: নজরে রিঙ্কু সিং, শুক্রবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কেকেআর
অ্যাকশনে বদল আনা কঠিন, জসপ্রীত বুমরার ফিটনেস প্রসঙ্গে মন্তব্য ইয়ান বিশপের
IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের