IPL 2023: চিন্নাস্বামীতে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে দর্শকের ভূমিকায় ঋষভ পন্থ

গাড়ি দুর্ঘটনায় জখম হওয়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি ঋষভ পন্থ। ফলে এবারের আইপিএল-এ খেলতে পারছেন না এই উইকেটকিপার-ব্যাটার। তবে মাঠে দেখা যাচ্ছে তাঁকে।

চোটের জন্য মাঠে নামতে পারছেন না। কিন্তু মন পড়ে রয়েছে মাঠেই। আইপিএল-এ লড়াই করছেন দিল্লি ক্যাপিটালসের সতীর্থরা আর তিনি মাঠের বাইরে বসে আছেন, এটা মেনে নিতে পারছেন না ঋষভ পন্থ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচ দেখতে গিয়েছিলেন। এবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনেও পৌঁছে গেলেন ঋষভ। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালারের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএল-এ দিল্লিই একমাত্র দল যারা এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি। টানা ৪ ম্যাচ হেরে গিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। এই পরিস্থিতিতে সতীর্থদের উৎসাহিত করতেই অনুশীলনে হাজির হলেন ঋষভ।

 

Latest Videos

 

শুক্রবার চিন্নাস্বামীতে যখন সতীর্থরা অনুশীলন করছিলেন, তখন বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়েছিলেন ঋষভ। সেই সময় নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন দিল্লির সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। পরে মাঠের বাইরে গিয়ে ঋষভের সঙ্গে কথা বলতে দেখা যায় অক্ষরকে। দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই ছবি শেয়ার করা হয়েছে। ঋষভ যখন দিল্লি থেকে বেঙ্গালুরু উড়ে গিয়েছেন, তখন এই ম্যাচে তিনি গ্যালারিতে থাকবেন বলেই মনে করা হচ্ছে। যদিও এ ব্যাপারে দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। 

 

 

৪ এপ্রিল এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের প্রথম হোম ম্যাচ ছিল। সেই ম্যাচে গ্যালারিতে ছিলেন ঋষভ। বিসসিআই ও দিল্লি ক্রিকেট সংস্থার কর্তাদের পাশে বসে তিনি ম্যাচ দেখেন। পায়ে ব্যান্ডেজ থাকায় ভালোভাবে বসে থাকতে পারছিলেন না। তবে সেই অবস্থাতেই সতীর্থদের উৎসাহ দেন ঋষভ। ম্যাচ শেষ হওয়ার পর তিনি দিল্লি ক্যাপিটালসের সতীর্থদের সঙ্গে দেখা করেন। গুজরাট টাইটানসের ড্রেসিংরুমেও যান ঋষভ। শুবমান গিলদের সঙ্গে দেখা করেন তিনি। এবার বেঙ্গালুরুতেও দেখা গেল ঋষভকে।

এ বছর হয়তো মাঠে ফিরতে পারবেন না ঋষভ। ওডিআই বিশ্বকাপে তাঁর খেলা আশা নেই বললেই চলে। আগামী বছরের টি-২০ বিশ্বকাপে হয়তো খেলতে পারবেন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি এখন যত দ্রুত সম্ভব ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন। তবে এখনও ভালোভাবে হাঁটতে পারছেন না। ফলে ফিট হয়ে উঠতে আরও কয়েক মাস লাগবে ঋষভের। ততদিন তাঁকে মাঠের বাইরে বসেই সতীর্থদের খেলা দেখতে হবে। এটা মেনে নেওয়া ছাড়া কোনও উপায় নেই ঋষভের। সেই কারণে তিনি ফিট হয়ে ওঠার অপেক্ষা করছেন। ক্রিকেটপ্রেমীরাও ঋষভের মাঠে ফেরার অপেক্ষায়।

আরও পড়ুন-

IPL 2023: চোট সত্ত্বেও সোমবার আরসিবি-র বিরুদ্ধে খেলবেন ধোনি, জানালেন সিএসকে-র সিইও

IPL 2023: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেট, হার্দিক পান্ডিয়ার জরিমানা

IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia