IPL 2023: কাঁধের হাড় সরে গিয়েছে, আইপিএল-এর বাকি ম্যাচগুলিতে অনিশ্চিত রিসি টপলি

Published : Apr 03, 2023, 07:49 PM IST
Reece Topley

সংক্ষিপ্ত

আইপিএল-এ ফের চোটের থাবা। ইতিমধ্যেই চোট পেয়ে দেশে ফিরে গিয়েছেন নিউজিল্যান্ডের পেসার কেন উইলিয়ামসন। এবার চোট পেলেন ইংল্যান্ডের পেসার রিসি টপলি।

অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড এখনও দলে যোগ দেননি। তিনি হয়তো এপ্রিলের তৃতীয় সপ্তাহের আগে মাঠে নামতে পারবেন না। এরই মধ্যে চোট পেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইংরেজ পেসার রিসি টপলি। রবিবার আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান এই পেসার। তাঁর ডান কাঁধের হাড় সরে গিয়েছে বলে জানা গিয়েছে। টপলির চোট পরীক্ষা করা হচ্ছে। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে এই পেসার আইপিএল-এর বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন কি না। এ প্রসঙ্গে আরসিবি-র প্রধান কোচ মাইক হেসন বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে রিসি টপলির ডান হাঁটু মাটিতে বসে যায়। এরপরেই ওর কাঁধের উপর চাপ পড়ে। ওর কাঁধের হাড় সরে গিয়েছে। আমরা সৌভাগ্যবান যে চিকিৎসকরা ওর কাঁধের হাড় আবার ঠিক জায়গায় বসিয়ে দিতে পেরেছেন। ওর স্ক্যান করানো হচ্ছে। আশা করি স্ক্যানের প্রাথমিক রিপোর্ট ভালোই আসবে এবং রিসি আবার আমাদের দলে যোগ দিতে পারবে। কিন্তু সেটা যদি না হয় তাহলে কী হয় সেটা আমাদের দেখতে হবে। আশা করি ও ঠিক হয়ে যাবে।’

এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে আরসিবি। মুম্বই ইন্ডিয়ানসকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছেন বিরাট কোহলিরা। কিন্তু টপলির চোট জয়ের আনন্দ কিছুটা ফিকে করে দিয়েছে। ফলে উদ্বিগ্ন হয়ে উঠেছে টিম ম্যানেজমেন্ট। টপলিকে যদি দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়, তাহলে বোলিং বিভাগ নিয়ে নতুন করে চিন্তা করতে হবে আরসিবি ম্যানেজমেন্টকে। হ্যাজেলউড অন্তত আরও ৬টি ম্যাচ খেলতে পারবেন না। ব্যাটার রজত পতিদারেরও চোট রয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পতিদারের রিহ্যাব চলছে। তিনি কবে মাঠে ফিরবেন এখনই বলা সম্ভব নয়।

মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএল-এ টানা ৪ ম্যাচে জয় পেয়েছে আরসিবি। রবিবারও সহজ জয় পেলেন বিরাটরা। এ প্রসঙ্গে হেসন বলেছেন, ‘এর চেয়ে ভালো আর কিছু হতে পারত না। আমরা যেভাবে বোলিং করেছি এবং ফিল্ডিং করেছি সেটা অসাধারণ। আমরা পাওয়ার-প্লে-র শুরুতেই উইকেট পাই। আমরা গত মরসুম থেকেই ম্যাচের শুরুতে উইকেট নিতে চাইছিলাম। মুম্বইয়ের বিরুদ্ধে আমাদের ব্যাটিং-বোলিং অসাধারণ হয়েছে।’

বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে আরসিবি। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছে কেকেআর। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নীতীশ রানার দল।

আরও পড়ুন-

ধার করা ব্যাটে প্রথম শতরান, আর্থিক সঙ্কট সামলে আইপিএল-এ তিলক ভার্মা

চোট পেয়ে দেশে ফিরলেন কেন উইলিয়ামসন

মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন

PREV
click me!

Recommended Stories

IND vs SA 5th T20: "বান্ধবীকে বলেছিলাম প্রথম বলে ছয় মারব", মাঠের বাইরেও মুডে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক
IND vs SA 5th T20: দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে টি-২০ সিরিজ পকেটে ভারতের, বিশ্বকাপের আগে শক্তি বোঝাল টিম ইন্ডিয়া