IPL 2023: অতিরিক্ত রান দেওয়ার জন্যই হারতে হল, আফশোস আরসিবি অধিনায়কের

সোমবার আইপিএল-এর ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এল সিএসকে।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই হারের পর আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেছেন, ‘আমি এই ম্যাচের শুরুতেই একটি বল ধরার জন্য ঝাঁপাই। তখনই আমি পাঁজরে চোট পাই। তার ফলেই আমার অস্বস্তি হচ্ছিল। আমরা নিখুঁত ম্যাচ খেলেছি। শেষ ৫ ওভারে আমরা ম্যাচ জেতার চেষ্টা করছিলাম। আমরা আশা করেছিলাম ডিকে (দীনেশ কার্তিক) ম্যাচ শেষ করে দেবে। এটা ওর কাছে খুবই সহজ ব্যাপার। কিন্তু আমরা এই ম্যাচে জয় পেলাম না। এতেই বোঝা যাচ্ছে বিপক্ষ দল কতটা ভালো বোলিং করেছে।’

আরসিবি অধিনায়ক আরও বলেছেন, ‘ওদের যদি আমরা ২০০ রানের মধ্যে আটকে রাখতে পারতাম, তাহলে হয়তো জয় পেতে পারতাম। ওদের ইনিংসের শেষদিকে আমরা অতিরিক্ত রান দিয়েছি। আমরা ওদের কম রানে আটকে রাখতে পারলে ক্ষতির পরিমাণ কমত। শেষ ৪ ওভারে ম্যাচ সুন্দরভাবে শেষ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু তারপরেও আমরা জয় পেলাম না। এই উইকেটে ব্যাটিং করা সহজ ছিল। এই উইকেটে সফল হতে গেলে বোলারদের দক্ষতার শীর্ষে থাকতে হয়। (মহম্মদ) সিরাজ অবিশ্বাস্য বোলিং করেছে। আমরা এই ম্যাচ জিততে পারিনি ঠিকই কিন্তু ভালো পারফরম্যান্স দেখালাম। আমি শেষদিকে আর বড় শট খেলতে পারছিলাম না। মাঝের ওভারগুলিতে স্পিনারদের বিরুদ্ধে বড় শট খেলা জরুরি।’

Latest Videos

সিএসকে-র হয়ে ওপেন করতে নেমে ৪৫ বলে ৮৩ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হওয়া ডেভন কনওয়ে বলেছেন, ‘এদিন যেভাবে খেলা হল, তাতে আমি খুবই খুশি। আমি প্রথম কয়েকটি ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। দলের সবাই মিলে ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় পেলাম বলে ভালো লাগছে। আমি খুব সহজভাবে খেলায় বিশ্বাসী। আমি সবসময় ভালো শট খেলতে চাই। আমি যখন চাপে থাকি, তখন পরিস্থিতি অনুযায়ী সেরা শট খেলতে চাই। আমি আগে থেকে কিছু ভেবে নিয়ে খেলতে নামি না। ক্রিজ ব্যবহার করে বোলারদের লেংথ নষ্ট করে দিতে চাই। আমি এই নিয়ে দ্বিতীয়বার সিএসকে-র হয়ে খেলছি। এই ইনিংস আলাদা। আমাদের সমর্থকরা অসাধারণ। তাঁরা সবসময় দলের পাশে থাকেন। মহেন্দ্র সিং ধোনি দলে থাকলে সবসময় ভালো লাগে। আমরা ওর কাছে সত্যিই কৃতজ্ঞ।’

আরও পড়ুন-

Hardik Pandya : ছেলে অগস্ত্যর সঙ্গে মজার খেলায় গুজরাট টাইটানসের অধিনায়ক

IPL 2023: আইপিএল-এ আরসিবি-র বিরুদ্ধে যুগ্মভাবে সর্বাধিক স্কোরার ধোনি

IPL 2023: ব্যর্থ বিরাট, ম্যাক্সওয়েল-ডু প্লেসির লড়াই সত্ত্বেও ঘরের মাঠে হার আরসিবি-র

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News