সংক্ষিপ্ত
আইপিএল-এ এটাই শেষ মরসুম কি না এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে যেরকম ফিটনেস ও ফর্ম দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, তাতে অনায়াসে পরের আইপিএল-এও খেলতে পারেন তিনি।
সোমবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। এই ম্যাচেই নতুন একটি রেকর্ড গড়লেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি অবশ্য এদিন ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ১ বল খেলার সুযোগ পান। ১ রান করে অপরাজিত থাকেন ধোনি। এই ১ রান করেই রেকর্ড গড়লেন সিএসকে অধিনায়ক। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে যুগ্মভাবে আইপিএল-এ আরসিবি-র বিরুদ্ধে সর্বাধিক রেকর্ড গড়লেন ধোনি। এই ম্যাচে ২ রান করলেই এককভাবে আরসিবি-র বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়তে পারতেন তিনি। কিন্তু সেটা করতে পারলেন না সিএসকে অধিনায়ক।
আইপিএল-এ ধোনির সর্বাধিক স্কোর অপরাজিত ৮৪। ২০১৯ সালের আইপিএল-এ আরসিবি-র বিরুদ্ধে এই স্কোর করেন সিএসকে অধিনায়ক। এখনও পর্যন্ত আরসিবি-র বিরুদ্ধে ৩৪ ম্যাচ খেলেছেন ধোনি। তিনি আরসিবি-র বিরুদ্ধে ৪টি অর্ধশতরান করেছেন। বিরাট কোহলির সঙ্গে ধোনির সম্পর্ক খুবই ভালো। কিন্তু বিরাটের দলের বিরুদ্ধেই সবচেয়ে ভালো পারফরম্যান্স ধোনির।
আরসিবি-র বিরুদ্ধে এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২২৬ রান করে সিএসকে। সর্বাধিক ৮৩ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। তাঁর ৪৫ বলের ইনিংসে ছিল ৬টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ৫২ রান করেন শিবম দুবে। তাঁর ২৭ বলের ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ২০ বলে ৩৭ রান করেন অজিঙ্কা রাহানে। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ২টি বিশাল ওভার-বাউন্ডারি। ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন মইন আলি। ১৪ রান করেন অম্বাতি রায়াডু। ৮ বলে ১০ রান করেন রবীন্দ্র জাদেজা। আরসিবি-র হয়ে ১ উইকেট করে নেন মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেল, বিজয়কুমার বিশাক, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারঙ্গা ও হর্ষল প্যাটেল।
রান তাড়া করতে নেমে দুর্দান্ত লড়াই করে আরসিবি। তবে শেষপর্যন্ত ৮ উইকেটে জয় পায় সিএসকে। ৮ উইকেটে ২১৮ রান করে আরসিবি। সর্বাধিক ৭৬ রান করেন ম্যাক্সওয়েল। তাঁর ৩৬ বলের ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। আরসিবি অধিনায়ক ডু প্লেসি ৩৩ বলে ৬২ রান করেন। তিনি ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ১৪ বলে ২৮ রান করেন দীনেশ কার্তিক। ১৯ রান করেন সূযশ প্রভুদেশাই। ১২ রান করেন শাহবাজ আহমেদ। সিএসকে-র হয়ে ৩ উইকেট নেন তুষার দেশপাণ্ডে। ২ উইকেট নেন মাথিসা পাথিরানা। ১ উইকেট করে নেন আকাশ সিং, মাহিশ থিকসানা ও মইন।
আরও পড়ুন-
IPL 2023: ব্যর্থ বিরাট, ম্যাক্সওয়েল-ডু প্লেসির লড়াই সত্ত্বেও ঘরের মাঠে হার আরসিবি-র
IPL 2023: ৯ ম্যাচ বাকি, সবকটিই জিততে পারি, পৃথ্বী শ-দের ভোকাল টনিক সৌরভের
Hardik Pandya : ছেলে অগস্ত্যর সঙ্গে মজার খেলায় গুজরাট টাইটানসের অধিনায়ক