IPL 2023: প্রকাশিত আইপিএল-এর সূচি, প্রথম ম্যাচে লড়াই ধোনি-হার্দিকের

উইমেনস প্রিমিয়ার লিগের সূচি আগেই প্রকাশিত হয়েছে, এবার  আইপিএল-এর সূচিও প্রকাশিত হল। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মধ্যেই ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বাড়িয়ে দিল আইপিএল সংক্রান্ত ঘোষণা।

৩১ মার্চ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ও এই প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বর্তমানে ভারতের টি-২০ দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার লড়াই। তারুণ্য বনাম অভিজ্ঞতার লড়াই হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সব দলই ৭টি করে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে। বাকি ম্যাচগুলি হবে নিরপেক্ষ কেন্দ্রে। এবার মোট ১২টি স্টেডিয়ামে হবে আইপিএল-এর ম্যাচগুলি। কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বই, বেঙ্গালুরু, জয়পুর, মোহালি, হায়দরাবাদ, লখনউ, আমেদাবাদ, জয়পুর, গুয়াহাটি ও ধর্মশালায় হবে ম্যাচ। এবারের আইপিএল-এ ১০টি দলকে দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে আছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে আছে চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটানস। গ্রুপ লিগ পর্যায়ে ৭০টি ম্যাচ হবে। তার মধ্যে ১৮টি ডাবল-হেডার থাকবে। গ্রুপ লিগ পর্যায়ের শেষ ম্যাচ ২১ মে। ২৮ মে ফাইনাল হবে আমেদাবাদে।

কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১ এপ্রিল। মোহালিতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে কেকেআর। ইডেন গার্ডেন্সে এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ ৬ এপ্রিল। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে কেকেআর। 

Latest Videos

মুম্বই ইন্ডিয়ানস প্রথম ম্যাচ খেলবে ২ এপ্রিল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে আইপিএল-এর ইতিহাসে সফলতম দল মুম্বই ইন্ডিয়ানস। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বইয়ের সঙ্গে ধোনির নেতৃত্বাধীন সিএসকে-র দু'টি ম্যাচ যথাক্রমে ৮ এপ্রিল ও ৬ মে।

২০১৯ সালের পর এবারই প্রথম হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে হবে আইপিএল-এর ম্যাচগুলি। ২০২০ সালে করোনা আবহে আইপিএল-এর সব ম্যাচ হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০২১ সালের আইপিএল শুরু হয় ভারতে কিন্তু ফের করোনা সংক্রমণের জেরে মাঝপথে বন্ধ করে দিতে হয়। পরের ম্যাচগুলি হয় সংযুক্ত আরব আমিরশাহিতে।২০২২ সালের আইপিএল ভারতে হয় কিন্তু হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে হয়নি। গ্রুপ লিগ পর্যায়ের সব ম্যাচ হয় মুম্বই ও পুণেতে। এবার পুরনো ফর্ম্যাটে ফিরছে আইপিএল।

বাংলার ক্রিকেটপ্রেমীরা গত কয়েক বছরে ইডেনে আইপিএল-এর ম্যাচ দেখার সুযোগ পাননি। এবার তাঁরা সেই সুযোগ পেতে চলেছেন। ফলে কেকেআর সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

আরও পড়ুন-

Prithvi Shaw : পৃথ্বী শ-র গাড়িতে হামলা, গ্রেফতার অভিযুক্ত, বিভিন্ন ধারায় মামলা

ভারতের পিচে মানিয়ে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার স্পিনাররা, স্বীকার কামিন্সের

'নমস্কার বেঙ্গালুরু', সমর্থকদের বার্তা নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া স্মৃতির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী