সংক্ষিপ্ত
নাগপুর টেস্ট ম্যাচে দুর্দান্ত বোলিং করেন অস্ট্রেলিয়ার স্পিনার টড মারফি। কিন্তু দলের অন্য বোলাররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। দ্বিতীয় ম্যাচের আগে এটা নিয়ে চিন্তায় প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়ার বাউন্সে ভরা পিচে বোলিং করতে অভ্যস্ত হওয়ায় ভারতের মাটিতে কম বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না নাথান লিয়নরা। দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এমনই জানালেন। তাঁর বক্তব্য, ‘আমাদের স্পিনাররা ভারতের পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। অস্ট্রেলিয়ায় ওরা সাধারণত ওভার দ্য উইকেট বোলিং করে। কিন্তু ভারতের মাটিতে ওরা সেটা করতে পারছে না। বেশি বাউন্স না থাকায় বল লাফিয়ে উঠছে না। এই পরিস্থিতির সঙ্গেই আমাদের মানিয়ে নিতে হচ্ছে। আমাদের পরিকল্পনায় একটু রদবদল করতে হচ্ছে। নাগপুর টেস্টে আমাদের বোলাররা ভালো পারফরম্যান্সই দেখিয়েছে। দুই স্পিনারই ভালো বোলিং করেছে। পিচের ধরনের সঙ্গে ওদের মানিয়ে নিতে হচ্ছে। সবসময় অবশ্য তার ফল ভালো হচ্ছে না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্বিতীয় টেস্ট ম্যাচে আমাদের স্পিনাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারবে।’
কামিন্স আরও বলেছেন, ‘নাগপুরে পিচের মাটির যে রং ছিল, দিল্লিতে সেই রং বদলে গিয়েছে। তবে পিচ একইরকম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এখানেও বল ঘুরবে। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। খেলা শুরু হলে দেখা যাবে আমাদের ভাবনা মিলছে কি না।’
নাগপুরে দুই স্পিনার নিয়ে খেলেছিল অস্ট্রেলিয়া। তবে দিল্লিতে তাঁরা তিন স্পিনার নিয়ে খেলতে পারেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তিনি বলেছেন, 'অ্যাশটন আগর ও ম্যাট কনেম্যান আমাদের ভাবনায় আছে। আমাদের আশা, ওরা দু'জনই ভালো পারফরম্যান্স দেখাতে পারবে। ওরা কয়েকদিন ধরে ভালোভাবে অনুশীলন করেছে। আমরা যদি তিন স্পিনার নিয়ে খেলি, তাহলে ওদের দু'জনের মধ্যে কাউকে খেলার সুযোগ দিতে পারি।'
দিল্লিতে মিচেল স্টার্কও খেলতে পারেন। আঙুলের চোট সারিয়ে উঠেছেন এই পেসার। এ প্রসঙ্গে কামিন্স বলেছেন, 'স্টার্কি এই ধরনের পরিবেশ-পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা বোলার। তবে এখানকার উইকেটে বল ঘুরতে পারে। গত সপ্তাহে আমাদের দুই পেসার ভালো বোলিং করেছে। স্টার্কি খেলবে না আরও একজন অতিরিক্ত স্পিনার না স্কটি (স্কট বোল্যান্ড), সে ব্যাপারে আমরা আলোচনা করছি।'
প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পর দিল্লিতে কি সুযোগ পাবেন ডেভিড ওয়ার্নার? কামিন্স বলেছেন, ‘আমি নির্বাচক না। আমার মনে হয় নির্বাচকরা আর কোনও বৈঠক করেননি। আমি নিশ্চিত, ডেভি দিল্লিতে খেলবে। বক্সিং ডে টেস্ট ম্যাচে দেখা গিয়েছে, ও যখন প্রতি-আক্রমণ শুরু করে, তখন ওকে বোলিং করা বিপক্ষের বোলারদের পক্ষে কঠিন হয়ে যায়। আমি নিশ্চিত, দিল্লিতেও একইভাবে খেলবে ও। ডেভি খুব ভালো ব্যাটিং করছে। শুধু মাঝের ওভারগুলিতেই নয়, নতুন বলেও স্পিনারদের আক্রমণে আনা হচ্ছে। নতুন বলে স্পিনাররা বোলিং করলে সেই বল সামাল দেওয়া কঠিন।’
আরও পড়ুন-
বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর
সেলফি তুলতে অস্বীকার করা নিয়ে বচসা, মুম্বইয়ের রাস্তায় আক্রান্ত পৃথ্বী শ
স্টিং অপারেশনে বিতর্কিত মন্তব্যের জের, পদ খোয়াতে পারেন চেতন শর্মা