শনিবার আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হল। অসাধারণ লড়াই করলেন প্রেরক মাঁকড়, মার্কাস স্টোইনিস।
টানটান উত্তেজনার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে আইপিএল-এ প্লে-অফের দৌড়ে ভালো জায়গায় পৌঁছে গেল লখনউ সুপার জায়ান্টস। শনিবারের এই ম্যাচে লখনউয়ের জয়ের নায়ক প্রেরক মাঁকড়, মার্কাস স্টোইনিস ও নিকোলাস পুরাণ। এই ম্যাচ জয়ের ফলে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে পৌঁছে গেল লখনউ। এদিনও হেরে ৯ নম্বরেই থেকে গেল হায়দরাবাদ। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৮২ রান করে হায়দরাবাদ। ৪ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল লখনউ। এদিন জিতে প্লে-অফের দৌড়ে অনেকটা এগিয়ে গেল লখনউ।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম। তাঁর দল বড় স্কোরই করে। ওপেনার আনমোলপ্রীত সিং করেন ৩৬ রান। অপর ওপেনার অভিষেক শর্মা করেন ৭ রান। রাহুল ত্রিপাঠি করেন ২০ রান। মার্করাম করেন ২৮ রান। ২৯ বলে ৪৭ রান করেন হেইনরিক ক্লাসেন। তাঁর ইনিংসে ছিল ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। প্রথম বলেই আউট হয়ে যান গ্লেন ফিলিপস। ২৫ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন আবদুল সামাদ। তাঁর ইনিংসে ছিল ১টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। ২ রান করে অপরাজিত থাকেন ভুবনেশ্বর কুমার।
লখনউ সুপার জায়ান্টসের হয়ে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া। ১ উইকেট করে নেন যুধবীর সিং, আবেশ খান, যশ ঠাকুর ও অমিত মিশ্র।
রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার কাইল মেয়ার্সের (২) উইকেট হারায় লখনউ সুপার জায়ান্টস। অপর ওপেনার কুইন্টন ডি কক করেন ২৯ রান। তবে অসাধারণ লড়াই করেন প্রেরক। তিনি ৪৫ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ২৫ বলে ৪০ রান করেন স্টোইনিস। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ১৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরাণ। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। শেষ ৪ ওভারে জয়ের জন্য লখনউ সুপার জায়ান্টসের দরকার ছিল ৩৮ রান। সহজেই সেই রান টপকে যান প্রেরক-পুরাণরা। ১৬-তম ওভারে অভিষেক শর্মার বলে ৫টি ওভার-বাউন্ডারি মারেন স্টোইনিস ও পুরাণ। এই ওভারই ম্যাচের রং বদলে দেয়। সহজেই জয় পায় লখনউ সুপার জায়ান্টস।
আরও পড়ুন-
IPL 2023: আইপিএল-এ রিঙ্কু সিংয়ের পারফরম্যান্সে মুগ্ধ, ফোন করলেন রজনীকান্ত
IPL 2023: আইপিএল-এ সম্মানরক্ষার লড়াই, শনিবার দিল্লির বিরুদ্ধে লড়াই পাঞ্জাবের
IPL 2023: সামির বলে থার্ডম্যানের উপর দিয়ে ছক্কা, সূর্যকুমারের ব্যাটিংয়ে উচ্ছ্বসিত সচিন