-1681830779141.jpg)
আইপিএল-এর ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে ৬,০০০ রান পূর্ণ করলেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই রেকর্ড গড়লেন রোহিত। আইপিএল-এ ৬,০০০ রান পূর্ণ করার জন্য তাঁর ১৪ রান দরকার ছিল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম। ফলে ম্যাচের শুরুতেই রেকর্ড গড়ার সুযোগ পেয়ে যান রোহিত। সিঙ্গল নিয়ে ইনিংসের শুরু করেন মুম্বইয়ের অধিনায়ক। এরপর ভুবনেশ্বর কুমারের বলে কভার অঞ্চল দিয়ে বাউন্ডারি মারেন রোহিত। তারপর ওয়াশিংটন সুন্দরের বলে স্যুইপ করে ফাইন লেগ ও স্কোয়্যারের মাঝখান দিয়ে বাউন্ডারি মারেন এই ব্যাটার। এরপর ওয়াশিংটনের বলেই পুল করে বাউন্ডারি মেরে ৬,০০০ রান পূর্ণ করেন রোহিত।
এর আগে আইপিএল-এ ৬,০০০ রান পূর্ণ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলি, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। এবার রোহিতও এই বিরল নজির গড়লেন। তবে প্রথম ৩ ব্যাটারের চেয়ে বেশি ইনিংস লাগল মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়কের। তিনি ৬,০০০ রান পূর্ণ করতে নিলেন ২২৭ ইনিংস।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচে ওপেন করতে নেমে ১৮ বলে ২৮ রান করে আউট হয়ে যান রোহিত। তিনি ৬টি বাউন্ডারি মারেন। এর মধ্যে তৃতীয় ওভারে পরপর ৩টি বাউন্ডারি মারেন। পঞ্চম ওভারে টি নটরাজনের বলে মার্করামকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান রোহিত। আইপিএল-এ গত ২ মরসুমে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি মুম্বইয়ের অধিনায়ক। তবে এবার ভালো ব্যাটিং করছেন তিনি। আইপিএল-এ ২ বছর পর অর্ধশতরান করেছেন। এবার রেকর্ডও গড়ে ফেললেন রোহিত।
এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করল মুম্বই। নির্ধারিত ২০ ওভারের শেষে রোহিতদের স্কোর হল ৫ উইকেটে ১৯২। ৪০ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ওপেনার ঈশান কিষাণ করেন ৩৮ রান। ঘরের মাঠে খেলতে নেমে তিলক ভার্মা ১৭ বলে ৩৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। ১১ বলে ১৬ রান করেন টিম ডেভিড। সূর্যকুমার যাদব অবশ্য এদিন মাত্র ৭ রান করেই আউট হয়ে যান। হায়দরাবাদের হয়ে জোড়া উইকেট নেন মার্কো জ্যানসেন। ১ উইকেট করে নেন ভুবনেশ্বর ও নটরাজন।
আরও পড়ুন-
IPL 2023: সচিন আমার কাছে আবেগ, ওঁর সঙ্গে তুলনা হলে বিব্রত হই, মন্তব্য বিরাটের
IPL 2023: আর্থিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেটারদের জন্য হস্টেল করছেন রিঙ্কু সিং
Hardik Pandya : ছেলে অগস্ত্যর সঙ্গে মজার খেলায় গুজরাট টাইটানসের অধিনায়ক