IPL 2023: সচিন আমার কাছে আবেগ, ওঁর সঙ্গে তুলনা হলে বিব্রত হই, মন্তব্য বিরাটের

Published : Apr 18, 2023, 07:48 PM ISTUpdated : Apr 18, 2023, 08:08 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

১৯৯০ সাল বা তার আগে যে ভারতীয় ক্রিকেটারদের জন্ম হয়েছে, তাঁদের সবার কাছেই সচিন তেন্ডুলকরের জন্য বিশেষ আবেগ রয়েছে। বিরাট কোহলিও ব্যতিক্রম নন।

আন্তর্জাতিক ক্রিকেটে মোট শতরানের সংখ্যায় সচিন তেন্ডুলকরের কাছাকাছি একমাত্র বিরাট কোহলি। টেস্টে ২৮, ওডিআই ফর্ম্যাটে ৪৬ এবং টি-২০ ফর্ম্যাটে ১টি শতরান করেছেন বিরাট কোহলি। সচিন টেস্টে ৫১ এবং ওডিআই ফর্ম্যাটে ৪৯টি শতরান করেছেন। ওডিআই ফর্ম্যাটে সচিনের শতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছেন বিরাট। তবে টেস্টে সচিনের মোট শতরানের চেয়ে অনেকটা পিছিয়ে বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের মোট শতরান ১০০টি। সচিনকে স্পর্শ করতে হলে বিরাটকে আরও বেশ কয়েকটি শতরান করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৩ বছর শতরান করতে পারেননি বিরাট। সেই কারণেই তিনি পিছিয়ে পড়েছেন। তবে ২০২২-এর শেষদিক থেকে ফর্মে ফিরেছেন এই তারকা ব্যাটার। ফলে তিনি আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেললে সচিনের রেকর্ড স্পর্শ করতে পারবেন বলে আশা ক্রিকেট মহলের।

বিরাট নিজে অবশ্য বলছেন, 'সচিন তেন্ডুলকর সবসময় আমার কাছে আবেগ। যে কারও সঙ্গে কথা বললেই বোঝা যায়, সবাই তাঁকে আপনজন মনে করে। কারণ, তাঁকে ভরসা করা যায়, তাঁর উপর বিশ্বাস রাখা যায়। তিনি যেমন সবাইকে আশ্বস্ত করেন, তেমনই অনুপ্রেরণা দেন। তিনি যখন রান করতেন, তখন মনে হত জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। সচিন ও ভিভ রিচার্ডসের সঙ্গে কারও তুলনা করা উচিত নয়। কারণ, তাঁরা নিজেদের যুগে ক্রিকেটে বিপ্লব এনে দিয়েছেন। তাঁদের উপর সবার যে আস্থা ছিল তা বিরল। একজন ক্রিকেটারের উপর এরকম ভরসা থাকা বিরল। আমার সঙ্গে সচিনের তুলনা করা হলে বিব্রত হই। আমি জানি, যাঁরা আমার সঙ্গে সচিনের তুলনা করেন তাঁরা পরিসংখ্যানের ভিত্তিতেই এ কথা বলেন। কিন্তু এই পরিসংখ্যান সম্পূর্ণ অন্য কথা বলে। শিশুদের উপর একজন খেলোয়াড়ের প্রভাব আলাদা। যাঁরা পরিসংখ্যানের কথা বলেন, তাঁদের কথা শুনে আমি সবসময় হাসি। এই সমস্ত লোকজনের ক্রিকেট সম্পর্কে কোনও জ্ঞানই নেই।'

বিরাট আরও বলেছেন, ‘আমি সবসময় বলি, আমার মধ্যে প্রতিভা ছিল কিন্তু উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নয়। আমি ভালো খেলোয়াড় ছিলাম, কিছুটা প্রতিভাও ছিল। কিন্তু আমি সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার ছিলাম না। আমি অল্পবয়স থেকেই সাফল্য পাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। কিন্তু ৩৪ বছর বয়সে যে এই জায়গায় পৌঁছতে পারব সেটা কোনওদিন স্বপ্নেও ভাবিনি। সে কথা স্বীকার করতে আমার বিন্দুমাত্র লজ্জা নেই।’

আরও পড়ুন-

IPL 2023: আর্থিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেটারদের জন্য হস্টেল করছেন রিঙ্কু সিং

IPL 2023: বুধবার আইপিএল-এর ২ শীর্ষস্থানীয় দলের লড়াই, তৈরি রাহুল-সঞ্জুরা

Hardik Pandya : ছেলে অগস্ত্যর সঙ্গে মজার খেলায় গুজরাট টাইটানসের অধিনায়ক

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে সঞ্জু স্যামসন না ঈশান কিষান?
টি-২০ বিশ্বকাপের দল থেকে কেন বাদ শুবমান গিল? ব্যাখ্যা প্রধান নির্বাচক অজিত আগরকরের