সংক্ষিপ্ত
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ানস। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে গিয়েছে রোহিত শর্মার দল।
এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানসের কাছে হেরে গেলেও, পরের ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে সিএসকে-র মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস। ঘরের মাঠে ম্যাচ হলেও, রোহিত শর্মার দলের লড়াই মোটেই সহজ হবে না। লখনউকে হারিয়ে ছন্দে ফিরেছে সিএসকে। যেটুকু সময় ব্যাটিং করেছেন, তাতেই মহেন্দ্র সিং ধোনি বুঝিয়ে দিয়েছেন, তিনি এবার মেজাজে আছেন। ফলে এক সপ্তাহ বিশ্রাম পেলেও, খুব একটা স্বস্তিতে নেই রোহিতরা। অনেক পরিকল্পনা করতে হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস শিবিরকে।
প্রথম ম্যাচে মুম্বইয়ের টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটাররা বড় রান পাননি। রোহিত ১০ বল খেলে মাত্র ১ রান করেন। অপর ওপেনার ঈশান কিষাণ ১০ রান করেন। ক্যামেরন গ্রিন করেন ৫ রান। ১৫ রান করেন সূর্যকুমার যাদব। লড়াই করেন তিলক ভার্মা। এই মিডল অর্ডার ব্যাটার ৪৬ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। নেহাল ওয়াধেরা করেন ২১ রান। ১৫ রান করে অপরাজিত থাকেন আর্শাদ খান। ব্যাটারদের পাশাপাশি মুম্বইয়ের বোলাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ৩ ওভার বোলিং করে ৩৭ রান দেন জেসন বেহরেনডর্ফ। ৪ ওভার বোলিং করে ৩৩ রান দেন জোফ্রা আর্চার। ২ ওভার বোলিং করে ৩০ রান দেন গ্রিন। ধোনিদের বিরুদ্ধে নিয়ন্ত্রণহীন বোলিং করলে চলবে না।
নিজেদের ভুল শোধরানোর পাশাপাশি সিএসকে-র কিছু খামতি নিয়েও ভাবছে মুম্বই ইন্ডিয়ানস। 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ে সমস্যায় পড়েছেন ধোনি। রাজবর্ধন হাঙ্গারগেকর ও তুষার দেশপাণ্ডে অত্যধিক নো-বল, ওয়াইড-বল করছেন। ওয়াংখেড়ের পিচ ব্যাটারদের সহায়ক। সেখানে টি-২০ ম্যাচে যদি অতিরিক্ত রান দেন সিএসকে বোলাররা, তাহলে মুম্বইয়ের সুবিধাই হবে।
তবে বিপক্ষের দুর্বলতা নিয়ে ভাবার চেয়ে নিজেদের ভুল শুধরে নেওয়ার কথাই ভাবছেন রোহিতরা। মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ককে ফর্মে ফিরতে হবে। তাঁর ওপেনিং পার্টনার ঈশানের কাছ থেকেও বড় স্কোরের আশায় দল। টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমারেরও ফর্মে ফেরা জরুরি। অলরাউন্ডার গ্রিনের কাছ থেকেও ভালো পারফরম্যান্সের আশায় দল। শনিবার বোলিং বিভাগে কিছু পরিবর্তন করতে পারেন রোহিত। আর্চার ও বেহরেন ডর্ফের ফর্মে না থাকা মুম্বই শিবিরের চিন্তা বাড়িয়েছে। ওয়াংখেড়েতে স্পিনে বাজিমাত করার লক্ষ্যে রোহিতরা।
আরও পড়ুন-
শনিবার ধোনিদের বিরুদ্ধে লড়াই, বড় স্কোরের লক্ষ্যে তৈরি হচ্ছেন রোহিত
রজত পতিদার, রিসি টপলির পরিবর্তে আরসিবি-তে ওয়েন পার্নেল, বিশাক বিজয়কুমার
সূযশ শর্মার লড়াকু মানসিকতার প্রশংসায় কেকেআর অধিনায়ক নীতীশ রানা