সংক্ষিপ্ত

আইপিএল-এ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবারও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। ধারাবাহিকতা দেখানোই লক্ষ্য বলে জানিয়েছেন বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা।

গত মরসুম থেকে আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে খেলছেন বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা। এবারও তিনি আইপিএল চ্যাম্পিয়ন দলের হয়ে খেলছেন। প্রথম দু'টি ম্যাচে শুবমান গিলের সঙ্গে ওপেন করেছেন ঋদ্ধিমান। ভালো পারফরম্যান্সই দেখাচ্ছেন তাঁরা। তরুণ ওপেনিং পার্টনারের প্রশংসা করেছেন ঋদ্ধিমান। তিনি বলেছেন, ‘শুবমান জীবনের সেরা ফর্মে আছে। ওর সঙ্গে ব্যাটিং করা অনেক সহজ। আমরা জানি, গুজরাট টাইটানসকে যদি ভালো ফল করতে হয়, তাহলে আমাকে, শুবমানকে ও সাইকে (সুদর্শন) ভালো পারফরম্যান্স দেখাতে হবে। আমি আর শুবমান ওপেন করছি, সাই ৩ নম্বরে ব্যাটিং করছে। আমরা যদি ভালো পারফরম্যান্স দেখাতে পারি, তাহলে দলের বাকিদের কাজ অনেক সহজ হয়ে যাবে। সেই কারণে আমাদের ফর্ম গুরুত্বপূর্ণ। শুবমানের সঙ্গে ক্রিজে থাকলে ব্যাটিং করা অনেক সহজ হয়ে যায়। আমি সহজেই স্বাভাবিক খেলা খেলতে পারি। শুবমান ওপেন করতে নেমে বড় স্কোর করলে আমার, সাইয়ের, বিজয়ের (শঙ্কর) কাজটা অনেক সহজ হয়ে যায়। শুবমান একদিক থেকে রান করতে থাকলে ক্রিজের অপর প্রান্তে থাকা ব্যাটারদের খেলা অনেক সহজ হয়ে যায়।’

বিসিসিআই-এর চুক্তিতে রাখা হয়নি ঋদ্ধিমানকে। সিএবি কর্তাদের সঙ্গে বিবাদের জেরে বাংলাও ছেড়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি এখন রঞ্জি ট্রফি ম্যাচ খেলছেন ত্রিপুরার হয়ে। তবে আইপিএল-এ চ্যাম্পিয়ন দলের হয়েই খেলছেন ঋদ্ধিমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি ভারতের হয়ে খেলি বা না খেলি, নিজের কাজটা করে যাই। এখন আমি শুধু আইপিএল-এ খেলছি। আমি প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছি এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। সবাই নিজের মতো করে প্রস্তুতি নেয়।’

আইপিএল-এর প্রস্তুতি প্রসঙ্গে ঋদ্ধিমান আরও বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য যেভাবে প্রস্তুতি নিই, আইপিএল-এর প্রস্তুতি তার চেয়ে আলাদা। ঘরোয়া ক্রিকেটে যে বোলাররা আছে, তাদের সঙ্গে আইপিএল-এর দলগুলির বোলারদের পার্থক্য আছে। আমি যেভাবে প্রস্তুতি নিচ্ছি, বিপক্ষ দলও সেভাবেই আমাকে আউট করার প্রস্তুতি নিচ্ছে। তবে আমি অনেক বছর ধরে আইপিএল-এ খেলছি। ফলে কীভাবে প্রস্তুতি নিতে হয় জানি। টিম ম্যানেজমেন্ট আমাকে স্বাধীনভাবে খেলতে দিচ্ছে। আমি পাওয়ার-প্লে-তে শট খেলতে পারছি। আমার বিশ্বাস, যে দল প্রথম ৬ ওভারে অতিরিক্ত ২০ রান করতে পারে, তারা ম্যাচ জয়ের ক্ষেত্রে ৩০-৪০ শতাংশ এগিয়ে যায়। আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন-

শনিবার ধোনিদের বিরুদ্ধে লড়াই, ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোহিতরা

শনিবার ধোনিদের বিরুদ্ধে লড়াই, বড় স্কোরের লক্ষ্যে তৈরি হচ্ছেন রোহিত

সূযশ শর্মার লড়াকু মানসিকতার প্রশংসায় কেকেআর অধিনায়ক নীতীশ রানা