ভারতীয় দলের হয়ে ওডিআই ফর্ম্যাটে বেশ কিছুদিন ধরেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়েও ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না সূর্যকুমার যাদব।
এবারের আইপিএল-এ চূড়ান্ত অফফর্মে মুম্বই ইন্ডিয়ানসের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। টানা ৩ ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। মঙ্গলবারও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২ বল খেলে মাত্র ১ রান করেছেন সূর্যকুমার। তবে আইপিএল-এ ব্যর্থ হলেও, আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষেই আছেন এই ব্যাটার। বুধবার প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী ৯০৬ রেটিং পয়েন্ট পেয়ে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে সূর্যকুমার। তাঁর ধারেকাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানি ব্যাটার মহম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮১১। তৃতীয় স্থানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট ৭৫৫। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এইডেন মার্করামের রেটিং পয়েন্ট ৭৪৮। নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ডেভন কনওয়ের রেটিং পয়েন্ট ৭৪৫। টি-২০ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে ১৫ নম্বরে বিরাট কোহলি।
চলতি আইপিএল-এর প্রথম ম্যাচ থেকেই মুম্বই ইন্ডিয়ানসের ব্যাটিং লাইনআপকে ভরসা দিতে পারছেন না সূর্যকুমার। তিনি এখনও পর্যন্ত ৩ ম্যাচে করেছেন যথাক্রমে ১৫, ০, ১। শনিবার শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-২০ সিরিজ। ফলে রিজওয়ান, বাবর টি-২০ র্যাঙ্কিংয়ে সূর্যকুমারের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পাচ্ছেন।
সম্প্রতি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার টি-২০ সিরিজ হয়েছে। সেই সিরিজে যাঁরা ভালো পারফরম্যান্স দেখিয়েছেন, তাঁরা টি-২০ র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। উল্লেখযোগ্য উন্নতি করেছেন শ্রীলঙ্কার তরুণ স্পিনার মাহিশ থিকসানা। ২২ বছরের এই স্পিনার কেরিয়ারের সেরা র্যাঙ্কিং ৫ নম্বরে পৌঁছে গিয়েছেন। গুজরাট টাইটানসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হ্য়াটট্রিক করা আফগান লেগ-স্পিনার রশিদ এখন টি-২০ র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে পৌঁছে গিয়েছেন। রশিদের পরেই আছেন আফগানিস্তানের ফজলহক ফারুকি, অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড, শ্রীলঙ্কার লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা। টি-২০ র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে কোনও ভারতীয় নেই।
টি-২০ র্যাঙ্কিংয়ের পাশাপাশি টেস্ট র্যাঙ্কিংয়েও কিছু রদবদল হয়েছে। মীরপুর টেস্ট ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানোর সুবাদে ব্যাটারদের তালিকায় ৫ ধাপ উন্নতি করে ১৭ নম্বরে মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২৬ এবং দ্বিতীয় ইনিংসে ৫১ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর। বাংলাদেশের স্পিনার শাকিব আল-হাসান, তাইজুল ইসলামও টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ৩ ধাপ উন্নতি করে ২০ নম্বরে তাইজুল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২৬ রান দিয়ে ২ উইকেট নেওয়ার সুবাদে ২ ধাপ উন্নতি করে ২৬ নম্বরে শাকিব।
আরও পড়ুন-
চোট পেয়ে মাঠে বাইরে চাহার, স্টোকস, ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে চাপে সিএসকে
IPL 2023: আইপিএল-এ অধিনায়ক হিসেবে ২০০-তম ম্যাচ, রেকর্ড গড়ছেন ধোনি
IPL 2023: পাওয়ার প্লে-তে আক্রমণাত্মক খেলাই জয়ের পথ প্রশস্ত করে দেয়, জানালেন রোহিত