সংক্ষিপ্ত

ফুটবল ভালো খেলেন। এবার দেখা গেল, টেনিসও ভালো খেলেন মহেন্দ্র সিং ধোনি। সব খেলাতেই পারদর্শী এই তারকা। তাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ কোর্সেও দেখা গিয়েছে।

২০২৫ সালের আইপিএল-এর এখনও কয়েক মাস বাকি। চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবির শুরু হলে যোগ দেবেন মহেন্দ্র সিং ধোনি। তবে তার আগে এই কিংবদন্তি এখন টেনিস খেলতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, টেনিসে ডাবলস ম্যাচ খেলছেন ধোনি। ব্যাটের মতোই র‍্যাকেট হাতেও সমান সাবলীল ধোনি। তাঁর কোনও শটেই ভুল দেখা গেল না। ভালোভাবেই বিপক্ষের সঙ্গে পাল্লা দিলেন ধোনি। তিনি বরাবরই টেনিস ভালোবাসেন। গ্যালারিতে বসে ইউএস ওপেন, উইম্বলডন ম্যাচ দেখেছেন ধোনি। একাধিকবার তাঁকে টেনিস খেলতেও দেখা গিয়েছে। টেনিস খেলতে হলে ফিটনেসের শীর্ষে থাকতে হয়। ফলে ধোনি যে ফিট, তা বোঝা যাচ্ছে। ২০২৫ সালের আইপিএল-এ তাঁর এই ফিটনেস কাজে লাগবে।

টেনিসে দক্ষ ধোনি

সুমিত কুমার বাজাজের সঙ্গে জুটি বেঁধে ২০১৮, ২০১৯, ২০২২ সালে ঝাড়খণ্ড টেনিস চ্যাম্পিয়নশিপে ডাবলসে খেলে চ্যাম্পিয়ন হয়েছেন ধোনি। সুমিত-ধোনি জুটি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ধোনি বারবার প্রমাণ করে দিয়েছেন, তিনি ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলায় দক্ষ। টেনিস তাঁর অত্যন্ত প্রিয় খেলা। এই কারণে বারবার টেনিস খেলতে নেমে পড়েন এই কিংবদন্তি।

 

 

আনক্যাপড প্লেয়ার হিসেবে আইপিএল-এ ধোনি

এবারই প্রথম আনক্যাপড প্লেয়ার হিসেবে আইপিএল-এ খেলছেন ধোনি। বিসিসিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার ৫ বছর জাতীয় দলের বাইরে থাকলে তাঁকে আনক্যাপড হিসেবে গণ্য করা হবে। এই নিয়মে ধোনিকে ৪ কোটি টাকা দিয়ে রিটেইন করেছে সিএসকে। আনক্যাপড প্লেয়ার হলেও, ধোনিই সিএসকে-র সবচেয়ে বড় ভরসা। দলকে ষষ্ঠবার আইপিএল চ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন ধোনি। তিনি নিজে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতাতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইপিএল-এ বয়স্কতম ক্রিকেটার হিসেবে রিটেইনড, চেন্নাই সুপার কিংসেই মহেন্দ্র সিং ধোনি

'এখন টেস্ট ম্যাচে চার দিন খেলা ফলেও ফল নির্ধারিত হচ্ছে,' আক্রমণাত্মক খেলা নিয়ে খুশি ধোনি

আইপিএল-এ আরসিবি-র কাছে হারের পর রাগে ড্রেসিংরুমে টেলিভিশন সেট ভেঙেছিলেন 'ক্যাপ্টেন কুল' ধোনি?