ICC Award: আইসিসি অ্যাওয়ার্ডের তালিকায় তিন ভারতীয় ক্রিকেটার, পাকিস্তান থেকে মাত্র একজন

Published : Oct 08, 2025, 06:04 PM IST
ICC Award: আইসিসি অ্যাওয়ার্ডের তালিকায় তিন ভারতীয় ক্রিকেটার, পাকিস্তান থেকে মাত্র একজন

সংক্ষিপ্ত

ICC Award: এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই, অভিষেক এবং কুলদীপ এই তালিকায় জায়গা পেয়েছেন। অভিষেক তিনটি হাফ সেঞ্চুরি সহ ৩১৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। 

ICC Award: সেপ্টেম্বর মাসের সেরা আইসিসি খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় তিনজন ভারতীয় ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। পুরুষদের মধ্যে অভিষেক শর্মা এবং কুলদীপ যাদব ও মহিলাদের মধ্যে স্মৃতি মান্ধানা এই তালিকায় রয়েছেন। 

বোলারদের মধ্যে প্রথম স্থানে কে?

এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই, অভিষেক এবং কুলদীপ এই তালিকায় জায়গা পেয়েছেন। অভিষেক তিনটি হাফ সেঞ্চুরি সহ ৩১৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। অন্যদিকে, ১৭টি উইকেট নিয়ে কুলদীপ যাদব বোলারদের মধ্যে প্রথম স্থানে ছিলেন।

জিম্বাবোয়ের ব্রায়ান বেনেট এই তালিকার আছেন তৃতীয় ব্যক্তি হিসেবে। মহিলাদের মধ্যে পাকিস্তানের সিদরা আমিন এবং দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসের সঙ্গে স্মৃতি মান্ধানাও সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। এদিকে, ২০২৪ সালের সিয়েট টি-টোয়েন্টি ব্যাটার পুরস্কার জিতেছেন সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সঞ্জুকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ব্রায়ান লারা, রোহিত শর্মাদের মতো তারকাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে সঞ্জু এই পুরস্কার গ্রহণ করেন। টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা বোলার নির্বাচিত হয়েছেন বরুণ চক্রবর্তী।

সঞ্জুর পারফরম্যান্স নিঃসন্দেহে অসাধারণ

এদিকে গত ২০২৪ সালে, ১৩টি ম্যাচ খেলে স্যামসন ৪৩৬ রান করেছেন, যার মধ্যে তিনটি সেঞ্চুরি রয়েছে। ২০২৫ সালে এখনও পর্যন্ত একটি হাফ সেঞ্চুরিসহ ১৮৩ রান করেছেন তিনি। সবমিলিয়ে, ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪৭.৯৮ স্ট্রাইক রেট রেখে ৯৯৩ রান করেছেন সঞ্জু। এশিয়া কাপেও ভারতের হয়ে তিনি দুর্দান্ত পারফর্ম করেন। শুধু ব্যাটিংয়েই নয়, উইকেটের পিছনেও সঞ্জুর পারফরম্যান্স নিঃসন্দেহে অসাধারণ।

এশিয়া কাপে নিজের ব্যাটিং পজিশন নিয়েও কথা বলেছেন সঞ্জু। তাঁর কথায়, ''দেশের হয়ে খেলাটা আমার কাছে রীতিমতো গর্বের। কোথায় খেলছি সেটা বড় কথা নয়। ওরা যদি আমাকে নয় নম্বরে ব্যাট করতে বলে, দলের জন্য আমি সেটাও করতে রাজি।''

উল্লেখ্য, এশিয়া কাপের আগে সঞ্জু ওপেনারের ভূমিকায় খেলতেন। কিন্তু সহ-অধিনায়ক হিসেবে শুভমান গিল ফিরে আসায় সঞ্জুকে কোনো নির্দিষ্ট পজিশন দেওয়া হয়নি। ওমানের বিপক্ষে তিন নম্বরে নামলেও, অনেক সময় তাঁকে পাঁচ নম্বরেও ব্যাট করতে দেখা গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম