India vs South Africa: শনিবার বিশাখাপত্তনমে (Visakhapatnam) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ। যে দল এই ম্যাচ জিতবে তারাই সিরিজ দখল করবে। জয়ের জন্য বিরাট কোহলির (Virat Kohli) দিকে তাকিয়ে ভারতীয় দল।
KNOW
Virat Kohli: রাঁচিতে (Ranchi) ১২০ বলে ১৩৫। রায়পুরে (Raipur) ৯৩ বলে ১০২। শনিবার বিশাখাপত্তনমে (Visakhapatnam) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচেও কি শতরান করবেন বিরাট কোহলি? তাঁর অনুরাগীরা সেই আশাই করছেন। সম্প্রতি অসাধারণ ফর্মে এই তারকা ব্যাটার। অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia 2025) প্রথম দুই ম্যাচে রান না পেলেও, সিডনিতে (Sydney) তৃতীয় ম্যাচে ৭৪ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। এরপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে শতরান করেছেন। বিশাখাপত্তনমেও তাঁর ব্যাট থেকে তিন অঙ্কের রানের আশায় ভারতীয় শিবির। রাঁচি ও রায়পুরে ভারতের বোলাররা একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। রাঁচিতে ৩৪৯ রান করার পর কোনওরকমে জয় এলেও, রায়পুরে ৩৫৮ রান করার পরেও হেরে গিয়েছে ভারতীয় দল। এই কারণে বোলারদের উপর ভরসা করা যাচ্ছে না। জয়ের জন্য বিরাটের দিকেই তাকিয়ে দল।
শতরানের হ্যাটট্রিক রয়েছে বিরাট-রোহিতের
বিরাট ও রোহিত শর্মা (Rohit Sharma) ওডিআই ফর্ম্যাটে পরপর তিন ম্যাচে শতরানের নজির গড়েছেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়েন বিরাট। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে গুয়াহাটি (Guwahati), বিশাখাপত্তনম ও পুণেতে (Pune) যথাক্রমে ১৪০, ১৫৭ ও ১০৭ রান করেন এই তারকা। এবার সেই বিশাখাপত্তনমেই ফের এই নজির গড়ার লক্ষ্যে তিনি। রোহিত ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে (2019 ICC Cricket World Cup) ইংল্যান্ড (England), বাংলাদেশ (Bangladesh) ও শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে পরপর তিন ম্যাচে শতরান করেন। শনিবার বিরাটের পাশাপাশি রোহিতের ব্যাটের দিকেও তাকিয়ে ভারতীয় শিবির।
বিরাটের ব্যাট চললেই ভারত জিতবে?
বিরাট এখনও পর্যন্ত যত ম্যাচে শতরান করেছেন, তার মধ্যে ৮৩ শতাংশ ম্যাচে ভারতীয় দল জয় পেয়েছে। ফলে শনিবার বিশাখাপত্তনমে এই তারকা ব্যাটার ফের শতরান করতে পারলে ভারতের ম্যাচ ও সিরিজ জয়ের আশা উজ্জ্বল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


