Ashes 2nd Test: শেষপর্যন্ত, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৪ রানে। অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত বোলিং করেন মিচেল স্টার্ক। তিনি একাই নেন ৬ উইকেট। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট এবং মাইকেল নেসার।
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে যথেষ্ট সুবিধাজনক জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (ashes 2nd test)। সেই ম্যাচেই টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ক্রিকেট দল (aus vs eng test)।
ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৪ রানে
প্রথম ইনিংস ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩৩৪ রান। দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন জো রুট। এই ব্রিটিশ তারকা ১৩৮ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন। অন্যদিকে, ওপেনার জ্যাক ক্রলেও বেশ ভালো খেলেন। তাঁর সংগ্রহে গুরুত্বপূর্ণ ৭৬ রান। তবে বেন ডাকেট এবং অলি পোপ খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যাওয়ায়, চাপ চলে আসে ইংল্যান্ড মিডল অর্ডারের উপর।
সেই জায়গায় দাঁড়িয়ে, বিষয়টা বেশ ভালোভাবে সামলে দেন জো রুট। কিন্তু আর কেউ সেইভাবে বড় রান পাননি। হ্যারি ব্রুক করেন ৩১ রান, অধিনায়ক বেন স্টোকস এবং উইল জ্যাকসের ঝুলিতে মাত্র ১৯ রান ও দলের উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ কোনও রান পাননি। এছাড়া গাস অ্যাটকিনসন ৪ রান এবং শেষদিকে নেমে জোফ্রা আর্চার ৩৮ রান যোগ করেছেন স্কোরবোর্ডে।

এদিকে ব্রাইডন কার্স খালি হাতে ফেরেন। শেষপর্যন্ত, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৪ রানে। অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত বোলিং করেন মিচেল স্টার্ক। তিনি একাই নেন ৬ উইকেট। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট এবং মাইকেল নেসার।
অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৪৪ রানে
জবাবে ব্যাট করতে নেমে, অজিদের স্কোর ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান। দলের ওপেনার জ্যাক ওয়েদারল্ড বেশ ভালো খেলেন। তিনি করেন ৭২ রান। আরেক ওপেনার ট্র্যাভিস হেডের ঝুলিতে ৩৩ রান, মার্নাস ল্যাবুশাং-এর সংগ্রহে ৬৫ রান এবং অধিনায়ক স্টিভ স্মিথ ৬১ রান যোগ করেন স্কোরবোর্ডে।
এছাড়া ক্যামেরন গ্রিন করেন ৪৫ রান এবং জশ ইংলিসের ঝুলিতে ২৩ রান। আপাতত দ্বিতীয় দিনের শেষে, অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান।ক্রিজে অজি উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারে ৪৬ রানে এবং মাইকেল নেসার ১৫ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৪৪ রানে।
ইংল্যান্ডঃ জ্যাক ক্রলে, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার-ব্যাটার), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার
অস্ট্রেলিয়াঃ জ্যাক ওয়েদারল্ড, ট্র্যাভিস হেড, মার্নাস ল্যাবুশাং, স্টিভ স্মিথ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার-ব্যাটার), মাইকেল নেসার, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
