প্রকাশ্যে আম্পায়ারকে তোপ, ২টি আন্তর্জাতিক ম্যাচে নির্বাসিত হরমনপ্রীত

মাঠে ও মাঠের বাইরে মেজাজ হারিয়ে বিপাকে পড়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটার। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ একাধিক ক্রিকেটার নির্বাসিতও হয়েছেন।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পর একাধিকবার প্রকাশ্যে আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করে শাস্তির মুখে পড়লেন হরমনপ্রীত কউর। ভারতের মহিলা দলের অধিনায়ককে আগেই ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানা এবং ৪ ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। এবার তাঁকে ২টি আন্তর্জাতিক ম্যাচে নির্বাসিত করা হল। মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আইসিসি আচরণবিধির ২টি আলাদা ধারা লঙ্ঘন করেছেন হরমনপ্রীত কউর। তিনি প্রকাশ্যে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে আইসিসি আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন। এছাড়া প্রকাশ্যে আন্তর্জাতিক ম্যাচের ঘটনার সমালোচনা করে লেভেল ১ ধারা লঙ্ঘন করেছেন হরমনপ্রীত। এই কারণে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’

এর আগেও আন্তর্জাতিক ম্যাচে মেজাজ হারিয়ে শাস্তির মুখে পড়েছেন হরমনপ্রীত। ২০১৭ সালে ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাথা গরম করে মাঠে হেলমেট আছড়ে ফেলেন হরমনপ্রীত। ক্রিজের অপর প্রান্তে থাকা দীপ্তি শর্মার উদ্দেশ্যে কটূ মন্তব্যও করেন হরমনপ্রীত। এই কারণে তাঁকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ফের শাস্তি পেলেন এই ক্রিকেটার।

Latest Videos

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৪ রান করে নাহিদা আখতারের বলে এলবিডব্লু হয়ে যান হরমনপ্রীত। এরপরেই আম্পায়ার তনভীর আহমেদের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভপ্রকাশ করেন ভারতের অধিনায়ক। তিনি ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। এরপর আম্পায়ার ও দর্শকদের উদ্দেশ্যে অসন্তোষ প্রকাশ করেন। ম্যাচ শেষ হওয়ার পর আম্পায়ারিংয়ের মানকে করুণ বলে আখ্যা দেন হরমনপ্রীত। ফটোসেশনের সময় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে ভারতের অধিনায়ক বলেন, 'আম্পায়ারকেও নিয়ে এসো।' এ কথা শুনে ক্ষুব্ধ হয়ে ছবি না তুলেই দল নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের অধিনায়ক। এইসব কারণেই শাস্তি পেলেন হরমনপ্রীত। তাঁর আচরণে ভারত-বাংলাদেশের ক্রিকেট সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশের ক্রিকেট মহল ও সংবাদমাধ্যম হরমনপ্রীতের তীব্র সমালোচনা করছে।

বিসিসিআই সূত্রে খবর, হরমনপ্রীতের সাজা কমানোর জন্য আবেদন করা হতে পারে। তবে নির্বাসনের শাস্তি কমার সম্ভাবনা প্রায় নেই। কারণ, নিয়মবিরুদ্ধ কাজ করেছেন হরমনপ্রীত। যদি ২ ম্যাচ নির্বাসন বহাল থাকে, তাহলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি ম্যাচ খেলতে পারবেন না হরমনপ্রীত। সেক্ষেত্রে ভারতীয় দলের নেতৃত্বে দেখা যেতে পারে স্মৃতি মন্ধানাকে।

আরও পড়ুন-

অপেক্ষাই সার, শুরু করা গেল না পঞ্চম দিনের খেলা, ড্র পোর্ট অফ স্পেন টেস্ট ম্যাচ

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলগত ১০০ রান, ত্রিনিদাদে নতুন রেকর্ড ভারতের

বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla