ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ জয় পেল ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র হয়ে গেল। বৃষ্টির জন্য পঞ্চম দিনের খেলা শুরু করা গেল না।
৯৮ ওভারে ৮ উইকেট নিতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে যেত ভারতীয় দল। কিন্তু বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের জন্য পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে পঞ্চম দিনের খেলা শুরুই করা গেল না। ফলে এই ম্যাচ ড্র হয়ে গেল। ডমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের প্রথম ইনিংস ও ১৪১ রানে জয় পেয়েছিল ভারত। ফলে সিরিজে ১-০ জয় পেল ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মরসুমে প্রথম ২টি ম্যাচেই অপরাজিত থাকল ভারত। ফলে ভালো জায়গায় থাকলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
প্রথম ইনিংসে ৬০ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। তিনি বলেছেন, ‘আমি প্রথমবার টেস্ট ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। খুব ভালো লাগছে। এই উইকেট থেকে পেসাররা খুব বেশি সাহায্য পায়নি। আমার পরিকল্পনা খুব সহজ ছিল। আমি এই পরিকল্পনা ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। এরকম পরিবেশ-পরিস্থিতিতে উইকেট পেলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। রোহিত (শর্মা) ভাই আমাকে নিজের উপর বিশ্বাস রাখতে বলেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, চাপ নিতে হবে না। শুধু খেলা উপভোগ করলেই হবে।’
এই ম্যাচের ২ ইনিংসেই অসাধারণ ব্যাটিং করেছেন রোহিত। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেছেন, ‘প্রতিটি জয় আলাদা। ওয়েস্ট ইন্ডিজে খেলার নিজস্ব চ্যালেঞ্জ আছে। আমরা যেভাবে খেলতে পেরেছি, তাতে খুশি হয়েছি। দ্বিতীয় টেস্ট ম্যাচেও আমরা জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আজ খেলা সম্ভব হল না। গতকাল আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে নেমেছিলাম। বৃষ্টিই শেষপর্যন্ত নির্ণায়ক হয়ে গেল। আমরা আত্মবিশ্বাসী ছিলাম। শেষে ব্যাটিং করা কতটা কঠিন, সেটা সবাই জানেন। আমরা এরকম স্কোরই চাই, যে টার্গেট তাড়া করার চেষ্টা করবে বিপক্ষ দল। উইকেট একেবারেই কঠিন ছিল না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজ খেলা হল না।’
সিরাজের প্রশংসা করে রোহিত বলেছেন, ‘আমি সিরাজের দিকে নজর রেখেছি। ও অনেক এগিয়ে গিয়েছে। ও আমাদের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছে। আমি চাই, কোনও একজন বোলিং আক্রমণের নেতৃত্বে থাকার বদলে সবাই নেতৃত্ব দিক। যার হাতে বল আছে সে-ই বোলিং আক্রমণকে নেতৃত্ব দিক। পেস ব্যাটারির সবাই দায়িত্ব নিক।’
সিরাজের পাশাপাশি ভালো বোলিং করেছেন অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অভিষেক টেস্টে ভালো বোলিং করেছেন বাংলার পেসার মুকেশ কুমারও। তাঁদেরও প্রশংসা করেছেন রোহিত।
আরও পড়ুন-
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলগত ১০০ রান, ত্রিনিদাদে নতুন রেকর্ড ভারতের
ইমার্জিং টিমস এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে লজ্জার হার ভারতের
বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের