মহিলাদের ওডিআই বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত

Published : Oct 25, 2025, 07:49 PM IST
Australia women's cricket team during World Cup 2025

সংক্ষিপ্ত

ICC Women's Cricket World Cup 2025: ভারতের মাটিতে চলছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। এই টুর্নামেন্ট ভালোভাবেই চলছে। কিন্তু এরই মধ্যে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) এক লম্পট যুবকের কাণ্ডে ভারতের মাথা হেঁট হয়ে গেল।

DID YOU KNOW ?
ক্রিকেটারদের শ্লীলতাহানি
ভারতে মহিলাদের ওডিআই বিশ্বকাপে খেলতে এসে শ্লীলতাহানির শিকার হলেন অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটার।

Indore News: ভারতে মহিলাদের ওডিআই বিশ্বকাপ (ICC Women's Cricket World Cup 2025) খেলতে এসে শ্লীলতাহানির শিকার হলেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। শনিবার এই ঘটনার কথা জানা গিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে দুই ক্রিকেটার টিম হোটেল থেকে বেরিয়ে হেঁটে এক ক্যাফেতে যাচ্ছিলেন। সেই সময় মোটর সাইকেলে চড়ে এসে এক ব্যক্তি তাঁদের শ্লীলতাহানি করে। ওই ব্যক্তি ক্রিকেটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং তাঁদের আপত্তি সত্ত্বেও গায়ে হাত দেয়। সংশ্লিষ্ট দুই ক্রিকেটার টিম ম্যানেজমেন্টকে এই ঘটনার কথা জানান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। এফআইআর দায়ের করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আকিল খান। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইন্দোরের অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজেশ দণ্ডতিয়ান জানিয়েছেন, অভিযুক্ত আকিলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita, 2023) ৭৪ ও ৭৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

লজ্জায় মাথা হেঁট ভারতের

মহিলাদের ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু সেই দলেরই দুই ক্রিকেটার প্রকাশ্য দিবালোকে রাস্তায় শ্লীলতাহানির শিকার হওয়ায় লজ্জিত সারা দেশ। এই ঘটনার নিন্দা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও (BCCI Secretary Devajit Saikia) এই ঘটনার নিন্দা করেছেন। তবে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার জন্য ইন্দোর পুলিশের প্রশংসাও করেছেন তিনি। বিসিসিআই সচিব বলেছেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরনের ঘটনায় সম্মানহানি হয়। রাজ্য পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করায় তাদের প্রশংসা করছি। অভিযুক্ত আইন অনুযায়ী শাস্তি পাক।’

নিন্দায় রাজীব শুক্লা

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লাও (BCCI Vice-President Rajiv Shukla) এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই ঘটনার নিন্দা করছি। আমরা সবরকমের সাবধানতা অবলম্বন করব। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অস্ট্রেলিয়ার ২ মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি।
বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটারের শ্লীলতাহানি। গ্রেফতার অভিযুক্ত।
Read more Articles on
click me!

Recommended Stories

টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি