ইন্দোরে পানীয় জলের সঙ্কট, ৩ লক্ষ টাকার ওয়াটার পিউরিফায়ার নিয়ে গিয়েছেন শুবমান গিল!

Published : Jan 18, 2026, 10:33 AM IST
shubman gill

সংক্ষিপ্ত

Indore Water Crisis: ভারতের সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত ইন্দোরে সম্প্রতি পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে। দূষিত জল পান করে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রবিবার এই শহরেই ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওডিআই হতে চলেছে।

DID YOU KNOW ?
সতর্ক শুবমান গিল
ইন্দোরের পানীয় জলের বিষয়ে সতর্ক ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। তিনি নিজের পানীয় জলের ব্যবস্থা করে নিয়েছেন।

Shubman Gill: ইন্দোরে (Indore) দূষিত পানীয় জলের জন্য অন্তত ২৩ জনের মৃত্যুর অভিযোগ ওঠার পর কোনওরকম ঝুঁকি নিচ্ছেন না ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে ইন্দোরে যাওয়ার আগে নিজের জন্য তিন লক্ষ টাকা দামের ওয়াটার পিউরিফায়ার নিয়ে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। তিনি হোটেলে নিজের ঘরে এই ওয়াটার পিউরিফায়ার রেখেছেন। তিনি স্বাস্থ্যের বিষয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না। দেশে তো বটেই, ভারতীয় দল বিদেশ সফরে গেলেও যে শহরে থাকে, সেখানকার সেরা হোটেলেই ওঠে। সেখানে সেরা মানের পানীয় জল ও খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু ইন্দোরের জলের উপর ভরসা করতে পারছেন না শুবমান। তিনি নিজের পানীয় জলের ব্যবস্থা করে নিয়েছেন। পানীয় জলের জন্য অনেক টাকা খরচ করেন বিরাট কোহলি (Virat Kohli)। এবার শুবমানও বিপুল অর্থ ব্যয় করছেন।

ইন্দোরে পানীয় জলের সমস্যা

সম্প্রতি ইন্দোরের ভগীরথপুরা অঞ্চলে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। পানীয় জলের সঙ্গে দূষিত জল মিশে গিয়েছে বলে অভিযোগ। দূষিত জল পান করে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেছে। পানীয় জলের সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এই শহরের জলের উপর ভরসা রাখতে পারছেন না শুবমান। তিনি নিজের ওয়াটার পিউরিফায়ার সিস্টেমের উপরেই ভরসা করছেন।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতীয় দল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে হেরে যায় ভারতীয় দল। ফলে সিরিজ জিততে হলে রবিবারের ম্যাচ জিততেই হবে। রাজকোটে (Rajkot) হারের ধাক্কা কাটিয়ে ইন্দোরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শুবমানরা। এই ম্যাচের পর ভারতীয় দলের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই কারণে স্বাস্থ্যের দিকে নজর রাখছেন ভারতীয় ক্রিকেটাররা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৩
ইন্দোরে দূষিত পানীয় জলে অন্তত ২৩ জনের মৃত্যু।
সম্প্রতি ইন্দোরে দূষিত পানীয় জল পান করে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই: ঐতিহাসিক সাফল্যের লক্ষ্যে কিউয়িরা, জ্বলে উঠতে তৈরি বিরাটরা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত