India vs Bangladesh Women: নিয়মরক্ষার ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে (india women vs bangladesh women)। মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে রবিবার, আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হয় ভারত বনাম বাংলাদেশ (ind vs ban women)।
আর সেই ম্যাচই কার্যত, ভেস্তে গেল বৃষ্টিতে। এদিন টসে জিতে বোলিং নেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে রবিবার, ম্যাচের আগে থেকেই শুরু হয় তুমুল বৃষ্টি। তাই ওভার কমিয়ে আনা হয়। ঠিক করা হয় ২৭ ওভারের ম্যাচ হবে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৭ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে বাংলাদেশ। বলা যেতে পারে, ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলাদেশের। ওপেনার সুমাইয়া আখতার করেন মাত্র ২ রান, রুবিয়া হায়দারের সংগ্রহে ১৩ রান, শারমিন আখতারের ঝুলিতে ৩৬ রান এবং অধিনায়ক নিহার সুলতানা মাত্র ৯ রান যোগ করেন স্কোরবোর্ডে।
এছাড়া শোভানা মোস্তারি করেন ২৬ রান, শোমা আখতার ২, নাহিদা আখতার ৩, রাবেয়া খান ৩ এবং ঋতু মণি করেন ১১ রান। নিশিতা আখতার নিশি ৪ রান এবং মারুফা আখতারের সংগ্রহে মাত্র ২ রান।
অন্যদিকে, ভারতের হয়ে দাপুটে বোলিং করেন রাধা যাদব। তিনি একাই নে ৩ উইকেট। এছাড়া ২টি উইকেট পান শ্রী চরণী। ১টি করে উইকেট পান রেণুকা সিং, দীপ্তি শর্মা এবং অমনজোত কৌর।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে টিম ইন্ডিয়া। ভারতের স্কোর যখন ৮.৪ ওভারে, বিনা উইকেটে ৫৭ রান, তখন আবার বৃষ্টি নামে। ক্রিজে তখন স্মৃতি মান্ধানা ৩৪ রানে এবং অমনজোত কৌর ১৫ রানে অপরাজিত আছেন। তারপর আর খেলা শুরু করা যায়নি। শেষপর্যন্ত, আম্পায়াররা ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।