আইপিএল নিলামে ২.৬০ কোটি টাকা পেলেন জম্মু-কাশ্মীরের বিভ্রান্ত শর্মা

Published : Dec 23, 2022, 07:20 PM ISTUpdated : Dec 23, 2022, 07:59 PM IST
Vivrant Sharma

সংক্ষিপ্ত

কোচিতে চলছে আইপিএল নিলাম। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি চমক দিলেন জম্মু ও কাশ্মীরের বিভ্রান্ত শর্মা।

আইপিএল নিলামে ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে নাম ছিল। কিন্তু আলাদা করে কেউই খেয়াল করেননি। উল্লেখযোগ্য নাম হবেই বা কী করে? প্রথম শ্রেণির ম্যাচের সংখ্যা মাত্র ২। লিস্ট এ ম্যাচ খেলেছেন ১৪টি। রাজ্য দলের হয়ে ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে এখনও খেলার সুযোগ পাননি। কিন্তু এরকম একজন ক্রিকেটারই শুক্রবার কোচিতে আইপিএল নিলামে চমক দিলেন। এই ক্রিকেটারের নাম বিভ্রান্ত শর্মা। জম্মু ও কাশ্মীরের এই ক্রিকেটারকে ২.৬০ কোটি টাকা দিয়ে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। বিভ্রান্তের বয়স ২৪ বছর। এ বছরই মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে এই ব্যাটারের। তিনি এখনও পর্যন্ত ২টি রঞ্জি ট্রফি ম্যাচ খেলে ৭২ রান করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর বোলিংয়ের হাতও ভাল। টি-২০ ফর্ম্যাটে যে ধরনের অলরাউন্ডাররা ভাল পারফরম্যান্স দেখিয়ে আসছেন, তাঁদের মতোই ভাল খেলার সম্ভাবনা রয়েছে বিভ্রান্তের। সেই কারণেই তাঁকে বিপুল অর্থে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। এই ফ্র্যাঞ্চাইজির আশা, আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখাবেন এই তরুণ ক্রিকেটার।

বাঁ হাতি ব্যাটার বিভ্রান্ত ২০২১ সালে প্রথম লিস্ট এ ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলেন। প্রথম টি-২০ ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলেন এই ব্যাটার। ৫০ ওভারের ম্যাচে এখনও পর্যন্ত তাঁর মোট রান ৫১৯। ৫০ ওভারের ম্যাচে ৮ উইকেটও নিয়েছেন বিভ্রান্ত। তিনি টি-২০ ম্যাচে ১৯১ রান করার পাশাপাশি ৬ উইকেটও নিয়েছেন।

২৩ নভেম্বর লিস্ট এ ম্যাচে প্রথম শতরান করেন বিভ্রান্ত। নিজের রাজ্য় জম্মু ও কাশ্মীরের হয়ে সেই ম্যাচে ১২৪ বলে ১৫৪ রান করেন এই তরুণ ব্যাটার। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩২ বলে ৫০ রান করেন বিভ্রান্ত। সেই ইনিংসে তিনি ৩টি ওভার-বাউন্ডারি ও ৩টি বাউন্ডারি মারেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৫৬.২৫। এখনও পর্যন্ত শুধু ঘরোয়া ক্রিকেটে খেলছেন, এবার আইপিএল-এ দেশ-বিদেশের প্রথমসারির বোলারদের সামলাতে হবে বিভ্রান্তকে। এই তরুণ ক্রিকেটার অবশ্য আত্মবিশ্বাসী। সানরাইজার্স হায়দরাবাদও বিভ্রান্তের উপর ভরসা রাখছে।

এবারের আইপিএল-এ ভাল দল গড়ছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ফ্র্যাঞ্চাইজি ৫.২৫ কোটি টাকা দিয়ে হেইনরিখ ক্লাসেনকে দলে নিয়েছে। ২ কোটি টাকা দিয়ে আদিল রশিদকেও দলে নিয়েছে হায়দরাবাদ। তাঁদের সতীর্থ হিসেবে পাবেন বিভ্রান্ত। তিনি প্রথমসারির ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করা এবং খেলার সুযোগ পাবেন। ফলে তিনি অনেককিছু শেখার সুযোগ পাবেন।

আরও পড়ুন-

রেকর্ড অর্থে ক্যামেরন গ্রিনকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স, খুশি আকাশ আম্বানি

আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন

১৮.৫ কোটি টাকা! আইপিএল নিলামে অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন স্যাম কারান

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?