Mitchell Starc: 'কে কীভাবে টাকা খরচ করবে তার ব্যাপার,' স্টার্কের দর নিয়ে সাফ কথা কেকেআর সিইও-র

Published : Dec 19, 2023, 06:07 PM ISTUpdated : Dec 19, 2023, 07:04 PM IST
Mitchell Starc KKR

সংক্ষিপ্ত

আইপিএল নিলামে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিপুল অর্থ পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের এত বেশি টাকা পাওয়া নিয়ে নানা কথা হচ্ছে।

মঙ্গলবার আইপিএল-এর নিলামে মিচেল স্টার্ককে সবচেয়ে বেশি দর দেওয়া নিয়ে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর। তাঁর বক্তব্য, প্রতিটি দলই সমান অর্থ খরচ করছে। কে কীভাবে এই অর্থ খরচ করবে সেটা সংশ্লিষ্ট দলের ব্যাপার। মঙ্গলবার দুবাইয়ে সাংবাদিক বৈঠকে কেকেআর সিইও বলেন, ‘আমি একজন ক্রিকেটারের এত অর্থ পাওয়া নিয়ে অভিভূত। আমি এই দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা দেখছি। আমার খুব ভালো লাগছে। আমি কোনও একজনকে বলছিলাম, ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন প্রতিটি দল মোট ২০ কোটি টাকা খরচ করতে পারত। এখন পরিস্থিতি বদলে গিয়েছে। নিলাম যখন শেষ হয়ে যাবে, ১০টি দল নিলামের মঞ্চ ছেড়ে চলে যাবে, তখন প্রতিটি দলই ১০০ কোটি টাকা খরচ করে ফেলবে। প্রতিটি দলই আলাদাভাবে অর্থ খরচ করার সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে কাউকে বেশি অর্থ দেওয়া হচ্ছে বা কাউকে কম অর্থ দেওয়া হচ্ছে কি না সেটা বিচার্য বিষয় নয়। কারণ, আমরা সবাই সমান অর্থ খরচ করছি।’

দীর্ঘদিন পর আইপিএল-এ স্টার্ক

২০১৪ ও ২০১৫ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন স্টার্ক। এরপর গত কয়েক মরসুমে তিনি আইপিএল-এ খেলেননি। এবার অবশ্য আইপিএল-এ খেলতে রাজি হয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। হয়তো ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্যই আইপিএল-এ খেলতে চাইছেন তিনি। এবার আইপিএল-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েই নিলামে সবচেয়ে বেশি দর পেলেন স্টার্ক। তাঁকে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিল কেকেআর। আইপিএল-এর ইতিহাসে অন্য কোনও ক্রিকেটার এত অর্থ পাননি। মঙ্গলবারই প্যাট কামিন্সকে ২০.৫০ কোটি টাকা দিয়ে দলে নিয়ে রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। তবে কিছুক্ষণের মধ্যেই সেই রেকর্ড ভেঙে দেয় কেকেআর।

বিপুল দর পেলেন আলজারি জোশেফ

এবারের আইপিএল-এর নিলামে ওয়েস্ট ইন্ডিজের তারকা আলজারি জোশেফকে ১১.৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে আরসিবি। শিবম মাভিকে ৬.৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। উমেশ যাদবকে ৫.৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে গুজরাট টাইটানস। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছে কেকেআর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024 Auction: ২৪.৭৫ কোটি টাকা! সবচেয়ে বেশি দরে মিচেল স্টার্ককে দলে নিয়ে চমক কলকাতার

IPL 2024 Auction: আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর, ইতিহাসে প্যাট কামিন্স, চমক ড্যারিল মিচেলের

কেন মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে বেছে নিল? রইল কিছু সমীকরণ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?