সংক্ষিপ্ত
এবারের আইপিএল নিলামের শুরুতেই চমক। সবচেয়ে বেশি দর পেলেন ওডিআই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স। তিনি মঙ্গলবারের নিলামে ইতিহাস গড়লেন।
আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। এই অলরাউন্ডারকে ২০.৫০ কোটি টাকা দিয়ে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। মঙ্গলবার নিলামে কামিন্সকে নিয়ে তীব্র দর কষাকষি হয়। অস্ট্রেলিয়ার অধিনায়ককে দলে নেওয়ার চেষ্টা করে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষপর্যন্ত বাজিমাত করল হায়দরাবাদ। কামিন্সের পাশাপাশি বিপুল দর পেলেন নিউজিল্যান্ডের তারকা ড্যারিল মিচেল। তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে দলে নিল সিএসকে। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দর পেলেন হর্ষল প্যাটেল। এই পেসারকে ১১.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিল পাঞ্জাব কিংস।
আইপিএল নিলামে উত্তেজক লড়াই
মঙ্গলবার দুবাইয়ে আইপিএল নিলামে কামিন্স, মিচেল, হর্ষল ছাড়াও কয়েকজন ক্রিকেটার বিপুল দর পেলেন। ৪.২০ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের তারকা ক্রিস ওকসকে দলে নিল পাঞ্জাব কিংস। দক্ষিণ আফ্রিকার তারকা জেরাল্ড কোটজিকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস। শার্দুল ঠাকুরকে ৪ কোটি টাকা দিয়ে দলে নিল সিএসকে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে ১.৮ কোটি টাকা দিয়ে দলে নিল সিএসকে। আফগানিস্তানের তারকা আজমাতুল্লাহ ওমরজাইকে ৫০ লক্ষ টাকা দিয়ে দলে নিল আজমাতুল্লাহ ওমরজাই। শ্রীলঙ্কার তারকা ওয়ানিন্দু হাসারঙ্গাকে দেড় কোটি টাকা দিয়ে দলে নিল হায়দরাবাদ।
বিপুল দর পেলেন আলজারি জোশেফ
মঙ্গলবার আইপিএল নিলামে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোশেফকে নিয়ে দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে তীব্র লড়াই হয়। কিন্তু শেষপর্যন্ত বাজিমাত করল আরসিবি। ১১.৫০ কোটি টাকা দিয়ে জোশেফকে দলে নিল আরসিবি। ৫.৮০ কোটি টাকা দিয়ে উমেশ যাদবকে দলে নিল গুজরাট টাইটানস। বিপুল দর পেলেন শিবম মাভিও। ৬.৪০ কোটি টাকা দিয়ে মাভিকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মহেন্দ্র সিং ধোনির আবেদনের পরিপ্রেক্ষিতে বড় পদক্ষেপ, আইপিএস অফিসারকে কারাদন্ড মাদ্রাজ হাইকোর্টের