MS Dhoni: জার্সিতে অটোগ্রাফ ধোনির, ১০৩ বছর বয়সি সিএসকে সমর্থককে বিশেষ উপহার

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের সমর্থক সংখ্যা ঈর্ষণীয়। দলের জন্য সিএসকে সমর্থকদের আবেগও অন্য দলগুলির কাছে ঈর্ষার। এবারের আইপিএল-এও সিএসকে সমর্থকদের আবেগের পরিচয় পাওয়া যাচ্ছে।

১০৩ বছর বয়সি চেন্নাই সুপার কিংস সমর্থক এস রামদাসের জন্য বিশেষ উপহার পাঠালেন মহেন্দ্র সিং ধোনি। তিনি এই প্রবীণ সমর্থকের জন্য তৈরি করা জার্সিতে অটোগ্রাফ দেন ধোনি। রামদাসের হয়ে এই বিশেষ উপহার গ্রহণ করেন তাঁর ছেলে। তিনিই এই জার্সি বাবার কাছে নিয়ে যান। সিএসকে-র পাশাপাশি ধোনিরও বিশেষ অনুরাগী রামদাস। এই প্রবীণ ব্রিটিশ ভারতে সেনাবাহিনীর সদস্য ছিলেন। এখনও ক্রিকেটের প্রতি তাঁর অনুরাগ যথেষ্ট। স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখা সম্ভব না হলেও, বাড়িতে বসেই ধোনিদের জন্য গলা ফাটান তিনি। এর আগেও সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও শেয়ার করেছিল সিএসকে। এবার ধোনির স্বাক্ষরিত জার্সি উপহার পেয়ে অভিভূত রামদাস। তিনি এই উপহারের জন্য সিএসকে ও ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন।

সিএসকে-র সবচেয়ে প্রবীণ সমর্থক রামদাস

Latest Videos

সারা দেশেই সিএসকে সমর্থক আছেন। বিশেষ করে ২০২৩ সালের আইপিএল থেকে সারা দেশের সব স্টেডিয়ামেই ধোনিকে ঘিরে আলাদা সম্মান ও আবেগ দেখা যাচ্ছে। এই কিংবদন্তি আর কতদিন আইপিএল-এ খেলবেন সেটা নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছে। এই কারণে অন্য দলগুলির সমর্থকরাও ধোনিকে সম্মান জানাচ্ছেন। রামদাসের মতো সিএসকে সমর্থকরা অবশ্য আইপিএল-এর শুরু থেকেই ধোনিকে নিয়ে আবেগপ্রবণ। রামদাস জানিয়েছেন, তাঁর ক্রিকেট খেলতে সবসময় ভয় লাগত। কিন্তু এখন নিয়মিত টেলিভিশনে সিএসকে-র ম্যাচ দেখেন। এই প্রবীণ সমর্থক আরও জানিয়েছেন, তিনি অন্তত একবার কাছ থেকে ধোনিকে দেখতে চান। এর জন্য প্রয়োজন হলে দেশের যে কোনও জায়গায় যেতে চান তিনি।

 

 

টি-২০ ক্রিকেট পছন্দ রামদাসের

রামদাস জানিয়েছেন, ‘আমি যখন স্কুলে পড়তাম, তখন ক্রিকেট পছন্দ করতাম। তবে বল লেগে যেতে পারে বলে ভয়ও পেতাম। আমি ক্রিকেট ভালোবাসি, কিন্তু ক্রিকেট খেলতে ভয় লাগত। আমি টিভিতে ক্রিকেট দেখি। ২০ ওভারের ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই ম্যাচ বেশিক্ষণ গড়ায় না। এটা আমার ভালো লাগে।’

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

KKR Vs MI: ওয়াংখেড়েতে ১২ বছরের জয়ের খরা কাটাতে পারবে কলকাতা নাইট রাইডার্স?

Rinku Singh: কেন টি-২০ বিশ্বকাপের মূল দলে নেই রিঙ্কু? ব্যাখ্যা আগরকরের

IPL 2024: শেষ বলে কামাল ভুবনেশ্বরের, রাজস্থানের বিরুদ্ধে ১ রানে জয় হায়দরাবাদের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
‘কী সাহস! বলছে রাম মন্দির ভাঙবে!’ মহারাষ্ট্রের মাটিতে বিস্ফোরক শুভেন্দু! | Suvendu Adhikari News
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
‘তৃণমূলের সবকটাই হাঙর’ দিলীপের চরম কটাক্ষ তৃণমূলকে | Dilip Ghosh News Today
মুম্বাই সফরে শুভেন্দু অধিকারী! পুজো করলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে, দেখুন সেই ভিডিও | Suvendu Adhikari