সংক্ষিপ্ত
আইপিএল-এর প্রথম মরসুম থেকেই কলকাতা নাইট রাইডার্সের কাছে আতঙ্ক হয়ে গিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। শুক্রবার সেই ওয়াংখেড়েতেই মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হচ্ছে কেকেআর।
আইপিএল-এর ইতিহাসে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কঠিন প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ানস। বিশেষ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর-এর পারফরম্যান্স খুব খারাপ। এই মাঠে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচেই জয় পেয়েছে কেকেআর। সেই জয় এসেছিল ২০১২ সালে। তারপর থেকে গত ১২ বছরে ওয়াংখেড়েতে জয় পায়নি কেকেআর। এবার ওয়াংখেড়েতে জয়ের খরা কাটানোর লক্ষ্যে কেকেআর। ২০২১ সালের আইপিএল-এ ওয়াংখেড়েতে জয় এসেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বে। এবার মেন্টর হিসেবে দলে ফিরেছেন গম্ভীর। তিনি দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন। মানসিক জড়তা কাটাতে পারলেই জয় আসবে বলে আশায় কেকেআর শিবির।
মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআর-এর রেকর্ড কেমন?
আইপিএল-এ শুক্রবারের ম্যাচের আগে পর্যন্ত ৩২ বার মুখোমুখি হয়েছে কেকেআর ও মুম্বই ইন্ডিয়ানস। এর মধ্যে ২৩ ম্যাচে জয় পেয়েছে মুম্বই। ৯ ম্যাচে জয় পেয়েছে কেকেআর। এই ২ দলের কোনও ম্যাচই টাই হয়নি। লড়াইয়ের পরিসংখ্যানে মুম্বই এগিয়ে থাকলেও, শুক্রবার জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কেকেআর।
কেমন আচরণ করতে পারে ওয়াংখেড়ের পিচ?
ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ বরাবরই কেকেআর ব্যাটারদের কাছে আতঙ্কের হলেও, এই পিচ সাধারণত ব্যাটারদের সাহায্য করে। এই পিচে প্রথমে ব্যাটিং করা দলের গড় রান ১৭০। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২০৬ রান করে চেন্নাই সুপার কিংস। জবাবে ৬ উইকেটে ১৮৬ রান করে মুম্বই। ফলে শুক্রবারের ম্যাচেও বড় স্কোর দেখা যেতে পারে। কেকেআর শিবিরের আশা, ওপেনার সুনীল নারিন ও ফিলিপ সল্ট বেশিরভাগ ম্যাচেই যেভাবে বিস্ফোরক ইনিংস খেলছেন, ওয়াংখেড়েতেও সেভাবেই দুর্দান্ত ব্যাটিং করবেন। এই ম্যাচে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শ্রেয়াস আইয়ারের কাছ থেকেও ভালো ইনিংসের আশায় কেকেআর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rinku Singh: কেন টি-২০ বিশ্বকাপের মূল দলে নেই রিঙ্কু? ব্যাখ্যা আগরকরের
IPL 2024: শেষ বলে কামাল ভুবনেশ্বরের, রাজস্থানের বিরুদ্ধে ১ রানে জয় হায়দরাবাদের
IPL 2024: দলগত পারফরম্যান্সে সিএসকে-র বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের আশায় পাঞ্জাব