সোমবার চলতি আইপিএল-এ প্রথমবার কোনও ম্যাচে হার মানল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর অজুহাত দিতে দেখা গেল শ্রেয়াস আইয়ারকে।
সোমবার চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৭ উইকেটে হারের জন্য উইকেটের উপরেই দায় চাপালেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ম্যাচের পর তিনি বলেন, ‘এখানে আমার কথা কেউ শুনবে না। তবু আমি মত প্রকাশের চেষ্টা করব। আমরা পাওয়ার প্লে-র শুরুটা দারুণভাবে করি। কিন্তু পরপর উইকেট হারিয়ে ফেলি। পাওয়ার প্লে-র পর আমরা উইকেটের অবস্থা দ্রুত বুঝতে পারিনি। সেই সময় রান করা সহজ ছিল না। সিএসকে এখানকার পরিবেশ-পরিস্থিতি খুব ভালোভাবেই জানে। ওরা পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। ব্যাটারদের পক্ষে ক্রিজে গিয়ে প্রথম বল থেকেই রান করা সহজ ছিল না। আমরা ইনিংস গড়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমাদের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পারিনি। পাওয়ার প্লে-র পর উইকেট বদলে যায়।'
উইকেটের অবস্থা বদল নিয়ে আক্ষেপ শ্রেয়াসের
কেকেআর অধিনায়ক আরও বলেছেন, 'আমরা ভালো জায়গায় ছিলাম। আমাদের মনে হয়েছিল এই উইকেটে ১৬০-১৭০ ভালো স্কোর। কিন্তু আমরা ভালো শুরু করার পরেও বড় স্কোর করতে পারলাম না। আমাদের আবার নতুন করে পরিকল্পনা করতে হবে। এই হার থেকে শিক্ষা নিতে হবে। টুর্নামেন্টের শুরুতেই আমাদের নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। এতে আমি খুশি। আমরা ঘরের মাঠের পরিবেশ-পরিস্থিতি খুব ভালো জানি। আমাদের পরিবেশ-পরিস্থিতি পর্যালোচনা করতে হবে এবং তা ভালোভাবে কাজে লাগাতে হবে।’
মিডল অর্ডারের ব্যর্থতায় হার কেকেআর-এর
সিএসকে-র বিরুদ্ধে প্রথম বলেই ফিলিপ সল্টের উইকেট হারায় কেকেআর। এরপর সুনীল নারিন ও অঙ্গকৃশ রঘুবংশীর জুটিতে যোগ হয় ৫৬ রান। কিন্তু তারপর আরও কোনও জুটিতেই বেশি রান যোগ হয়নি। ৯ উইকেটে ১৩৭ রান করেই থেমে যায় কেকেআর। পরপর উইকেট হারানোর জন্য উইকেটকেই দায়ী করেছেন শ্রেয়াস।
আরও পড়ুন-
Ravindra Jadeja: কেকেআর-এর বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স, আইপিএল-এ নতুন ইতিহাস জাডেজার
IPL 2024: রুতুরাজের দুরন্ত ইনিংস, কেকেআর-এর বিরুদ্ধে ৭ উইকেটে জয় সিএসকে-র