এবারের আইপিএল শুরু হওয়ার কয়েক মাস আগে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির নতুন হেয়ারস্টাইল দেখা গিয়েছিল। আইপিএল চলাকালীন তাঁর নতুন হেয়ারস্টাইল দেখা যাচ্ছে।

রবিবার চিপকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে চেন্নাই সুপার কিংসের সমর্থকদের কাছে অন্যতম আকর্ষণের বিষয় মহেন্দ্র সিং ধোনির নতুন হেয়ারস্টাইল। তাঁকে 'সামুরাই হেয়ারস্টাইল'-এ দেখা যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের শুরু থেকেই ধোনির নানা হেয়ারস্টাইল দেখা গিয়েছে। কেরিয়ারের শুরুতে তাঁর লম্বা চুল ছিল। পরবর্তীকালে 'স্পাইক'-সহ নানা ধরনের হেয়ারস্টাইল দেখা গিয়েছে। গত বছর সোনালি চুল করেন ধোনি। তবে এবার সেই স্টাইলও বদলে গেল। সিএসকে-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ধোনির নতুন হেয়ারস্টাইল শেয়ার করা হয়েছে। এই হেয়ারস্টাইলকে বলা হচ্ছে '৭ সামুরাই'। ধোনি ফের লম্বা চুল রাখায় উচ্ছ্বসিত অনুরাগীরা।

এবারের আইপিএল-এ ফিনিশার ধোনি

২০২৩ সালের আইপিএল-এর মতোই এবারও লোয়ার অর্ডারে ব্যাটিং করছেন সিএসকে কিংবদন্তি ধোনি। তবে তিনি যে কয়েকটি ম্যাচে একটু বেশিক্ষণ ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, সেই ম্যাচগুলিতেই বিধ্বংসী ইনিংস খেলেছেন। তাঁর জন্য কয়েকটি ম্যাচে ইনিংসের শেষদিকে রান বাড়াতে সক্ষম হয়েছে সিএসকে। ধোনির ব্যাট থেকে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন অনুরাগীরা। তাঁরা বাকি ম্যাচগুলিতেও ধোনির ব্যাট থেকে একের পর এক ভালো শট দেখার আশায়। রবিবার আইপিএল-এ দক্ষিণ ভারতীয় ডার্বি। হায়দরাবাদের বিরুদ্ধে ধোনি যদি ব্যাটিংয়ের সুযোগ পান, তাহলে তিনি ফের ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় সিএসকে শিবির।

Scroll to load tweet…

প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে সিএসকে?

চলতি আইপিএল-এ ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৬ নম্বরে সিএসকে। ফলে প্লে-অফের যোগ্যতা অর্জনের লড়াই কিছুটা কঠিন হয়ে পড়েছে। প্লে-অফ নিশ্চিত করতে হলে পরের ম্যাচগুলিতে জয় পেতে হবে ধোনিদের। অন্তত ১৬ পয়েন্ট না পেলে প্লে-অফের যোগ্যতা অর্জন করা সম্ভব হবে না। ফলে সিএসকে-র বাকি ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: উইল জ্যাকসের 'স্পেশাল ইনিংস', যোগ্য সঙ্গত বিরাট কোহলির, গুজরাটকে উড়িয়ে দিল আরসিবি

KL Rahul: আইপিএল-এ দ্রুততম ৪,০০০ রান, বিরাট কোহলির সঙ্গে একই সারিতে কে এল রাহুল

IPL 2024: সঞ্জুর ঝোড়ো ইনিংস, লখনউকে হারিয়ে প্লে-অফে কার্যত নিশ্চিত রাজস্থান