IPL 2024: চেন্নাই সুপার কিংসের নতুন স্পনসর ইতিহাদ, ধোনির জার্সি প্রকাশের ভিডিও ভাইরাল

চেন্নাই সুপার কিংসকে ষষ্ঠবার আইপিএল চ্যাম্পিয়ন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবারও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে সিএসকে অধিনায়ক।

এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের নতুন স্পনসর হিসেবে ইতিহাদের নাম ঘোষণা করা হল। বৃহস্পতিবার এই চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। চুক্তি অনুযায়ী সিএসকে-র ইভেন্ট ও প্ল্যাটফর্মে সাহায্য করবে ইতিহাদ। সিএসকে-র ক্রিকেটারদের জার্সিতে ইতিহাদের লোগো থাকবে। সম্প্রতি বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ঘোষণা করেছে ইতিহাদ। এরপরেই পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে-র সঙ্গে চুক্তির কথা ঘোষণা করেছে ইতিহাদ। এই চুক্তি প্রসঙ্গে ইতিহাদ এয়ারওয়েজের চিফ রেভেনিউ অফিসার অরিক দে জানিয়েছেন, 'দু'দশক আগে ভারতে পরিষেবা শুরু করে ইতিহাদ এয়ারওয়েজ। ভারতে আরও বিনিয়োগ করা হচ্ছে। আজ আমরা সিএসকে-র সঙ্গে চুক্তির কথা ঘোষণা করছি। এদেশে ক্রিকেট বিরাট ব্যাপার। ফলে আমাদের কাছে এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

ধোনির জার্সি উন্মোচন

Latest Videos

বৃহস্পতিবার চেন্নাইয়ের কলাইভানর আরঙ্গমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ইতিহাদের সঙ্গে সিএসকে-র চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। এই অনুষ্ঠানে সিএসকে-র ক্রিকেটার ও অফিসিয়ালরা ছিলেন। নতুন জার্সি উন্মোচন করা হয়। মঞ্চে ইতিহাদের কেবিন ক্রুদের সঙ্গে যোগ দেন সিএসকে-র ক্রিকেটাররা। সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সি উন্মোচনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধোনির অনুরাগীরা এই জার্সি দেখে উচ্ছ্বসিত। তাঁদের আশা, এবারের আইপিএল-এও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে চ্যাম্পিয়ন করবেন ধোনি। হাঁটুর চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন সিএসকে অধিনায়ক। তিনি আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

 

 

ইতিহাদের সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদী সিএসকে সিইও

ইতিহাদের সঙ্গে চুক্তি প্রসঙ্গে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ‘চিরাচরিত স্পনসরের চেয়ে অন্যরকম এই চুক্তি। আমাদের সমর্থকদের জন্য অসাধারণ অভিজ্ঞতা তৈরি করাই আমাদের লক্ষ্য। স্পোর্টস পার্টনারশিপকে আমরা নতুন উচ্চতায় পৌঁছে দিতে চাই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

MS Dhoni: ব্যাটে ছোটবেলার বন্ধুর দোকানের স্টিকার, ফের অনুরাগীদের মন জয় ধোনির

Rohit Sharma-Hardik Pandya: অধিনায়কত্ব নিয়ে দ্বন্দ্ব, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো রোহিত-হার্দিকের!

IPL 2024: এবারের আইপিএল-এ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী পন্থ, জানালেন পন্টিং

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia