IPL 2024 Final: রবিবার আইপিএল ফাইনালে কলকাতার কাঁটা হবেন বাংলার শাহবাজ?

রবিবার আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্যাট কামিন্সদের হারিয়ে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কেকেআর।

Soumya Gangully | Published : May 24, 2024 7:59 PM IST / Updated: May 25 2024, 02:10 AM IST

রঞ্জি ট্রফিতে খেলেন বাংলার হয়ে। কিন্তু এবার আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের বড় ভরসা হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার। শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২-তে হায়দরাবাদকে জয় পেতে সাহায্য করেছেন শাহবাজ। অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এই পারফরম্যান্সের পর শাহবাজ বলেছেন, ‘অধিনায়ক ও কোচ আমাকে বলেছিলেন, পরিস্থিতি অনুযায়ী আমরা তোমাকে ব্যবহার করব। লোয়ার-অর্ডারে ব্যাটিং করা আমার দায়িত্ব ছিল। অধিনায়ক ও কোচ আমাকে বলেছিলেন, আমাদের ইনিংসে ধস নামলে আমরা তোমাকে পাঠাব। আমি যখন ব্যাটিং করছিলাম, তখন আমার মনে হয়েছিল উইকেট থেকে সাহায্য পাওয়া যেতে পারে। আবেশ (খান) ও সন্দীপ (শর্মা) যেভাবে বোলিং করেছে, তাতে ওরা দেখিয়ে দিয়েছে, উইকেট থেকে সাহায্য পাওয়া যেতে পারে। এরকম একটি ম্যাচে সেরার পুরস্কার পেয়ে আমি গর্বিত। আমাদের শিবিরের সবাই ফুরফুরে মেজাজে। ফাইনালে জেতার পরেই আমরা আনন্দ করব। আজ রাতে আমরা শুধু আরাম করব।’

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমে বাজিমাত শাহবাজের

শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে ছিলেন না শাহবাজ। তবে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ৮ নম্বরে ব্যাটিং করতে নামানো হয়। ১৮ বলে ১৮ রান করেন এই অলরাউন্ডার। তিনি একটি ওভার-বাউন্ডারি মারেন। এরপর বল হাতে কামাল করেন শাহবাজ। ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। যশস্বী জয়সোয়াল, রিয়ান পরাগ ও রবিচন্দ্রন অশ্বিনের উইকেট নেন শাহবাজ। তাঁর জন্যই জয় পায় হায়দরাবাদ।

শাহবাজের প্রশংসায় শাহবাজ

শাহবাজকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানোর সিদ্ধান্ত প্রসঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘প্রধান কোচ ড্যানিয়েল ভেত্তোরি এই সিদ্ধান্ত নেয়। ও যত বেশি সম্ভব বাঁ হাতি স্পিনারকে মাঠে নামাতে চাইছিল। এই সিদ্ধান্ত কাজে লাগল।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL Final 2024: আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ লড়াইয়ে কোন দল এগিয়ে?

IPL 2024 Qualifier 2 SRH vs RR: জেতালেন শাহবাজ আহমেদ, রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ

MS Dhoni: আগামী আইপিএল-এও খেলবেন ধোনি, আশাবাদী সিএসকে সিইও কাশী বিশ্বনাথন

Read more Articles on
Share this article

Latest Videos

click me!

Latest Videos

Suvendu Adhikari : 'কেন্দ্রীয় বাহিনী থাকতেই এই অবস্থা! চলে গেলে ওরা আরও অত্যাচার বাড়াবে!'
Suvendu Adhikari : 'ভালো হলে কৃতিত্ব নিজেদের, খারাপ হলে দায় শুভেন্দুর!' অভিমানী শুভেন্দুর প্রশ্ন!
Suvendu Adhikari | ঘরছাড়া বিজেপি প্রার্থীদের নিয়ে রাজভবনের পথে শুভেন্দু, গাড়ি আটকাল পুলিশ
Suvendu Adhikari : 'এবার অন্য কায়দায়...যে বুথে ভোট পায়নি TMC সেখানে....' বিস্ফোরক দাবী শুভেন্দুর!
Madan Mitra | 'দেব আমাকে ক্ষমা করে দিস ভাই' কেন ক্ষমা চাইলেন মদন মিত্র?