IPL 2024 Qualifier 2 SRH vs RR: জেতালেন শাহবাজ আহমেদ, রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ

চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল এবারের আইপিএল। শুক্রবার কোয়ালিফায়ার ২ হয়ে গেল। এখন শুধু ফাইনাল ম্যাচ বাকি। রবিবার ফাইনাল হলেই এবারের মতো শেষ হয়ে যাবে আইপিএল।

আইপিএল কোয়ালিফায়ার ২-তে রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৭৫ রান করে হায়দরাবাদ। জবাবে ৭ উইকেটে ১৩৯ রান করল হায়দরাবাদ। রবিবার ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ। এদিন হায়দরাবাদকে প্রায় হারা ম্যাচ জেতালেন বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলা বাঁ হাতি স্পিনার শাহবাজ আহমেদ। গুরুত্বপূর্ণ মুহূর্তে যশস্বী জয়সোয়াল, রিয়ান পরাগ ও রবিচন্দ্রন অশ্বিনের উইকেট তুলে নেন শাহবাজ। তিনি ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন। যশস্বী আউট হয়ে যাওয়ার পরেই অল্প রানের ব্যবধানে পরপর উইকেট হারাতে থাকে রাজস্থান। ধ্রুব জুরেল দুর্দান্ত লড়াই করেন। কিন্তু তাঁর পক্ষে দলকে জেতানো সম্ভব হয়নি।

যোগ্য দল হিসেবে জয় হায়দরাবাদের

Latest Videos

কোয়ালিফায়ার ১-এ কেকেআর-এর কাছে হারের পর এদিন জয় পেতে মরিয়া ছিল হায়দরাবাদ। ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৫০ রান করেন হেইনরিক ক্লাসেন। ১৫ বলে ৩৭ রান করেন রাহুল ত্রিপাঠি। ৩৪ রান করেন ট্রেভিস হেড। বোলারদের মধ্যে শাহবাজের ৩ উইকেটের পাশাপাশি ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন অভিষেক শর্মা। ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। ৩ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন টি নটরাজন। দলগত পারফরম্যান্সে ফাইনালে পৌঁছে গেল হায়দরাবাদ।

বোলিং-ব্যাটিং ব্যর্থতায় হার রাজস্থানের

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। তাঁর এই সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হয়নি। সন্দীপ শর্মা ও আবেশ খান ছাড়া অন্য কোনও বোলার নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি। ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন আবেশ। ৪ ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন সন্দীপ। ব্যাটারদের মধ্যে লড়াই করেন শুধু যশস্বী ও ধ্রুব। ২১ বলে ৪২ রান করেন যশস্বী। ৩৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন ধ্রুব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Indian Cricket: কোনও অস্ট্রেলিয়ানকেই ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি, জানালেন জয় শাহ

MS Dhoni: আগামী আইপিএল-এও খেলবেন ধোনি, আশাবাদী সিএসকে সিইও কাশী বিশ্বনাথন

Virat Kohli: দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও আইপিএল-এ নতুন উচ্চতায় বিরাট কোহলি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী