IPL Final 2024: আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ লড়াইয়ে কোন দল এগিয়ে?

রবিবার আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। চিপকে এই ম্যাচ ঘিরে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

রবিবার আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে কলকাতা নাইট রাইডার্স? পরিসংখ্যান কেকেআর-এর পক্ষে। আইপিএল-এ এখনও পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে কলকাতা ও হায়দরাবাদ। এর মধ্যে ১৮টি ম্যাচে জয় পেয়েছে কেকেআর। ৯টি ম্যাচে জয় পেয়েছে হায়দরাবাদ। সাম্প্রতিক ফলও কেকেআর-এর পক্ষে। এবারের আইপিএল-এর কোয়ালিফায়ার ১-এ হায়দরাবাদকে হারিয়েই ফাইনালে পৌঁছে যায় কেকেআর। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই রবিবার চিপকে খেলতে নামবেন সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা। হায়দরাবাদ অবশ্য স্বাভাবিকভাবেই গত ম্যাচে হারের বদলা নেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে। কিন্তু এগিয়ে থেকেই খেলতে নামছে কেকেআর।

কী হয়েছিল কোয়ালিফায়ার ১-এ?

Latest Videos

এবারের আইপিএল-এর কোয়ালিফায়ার ১-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সহজই ৮ উইকেটে জয় পায় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। ৩৫ বলে ৫৫ রান করেন রাহুল ত্রিপাঠি। ২১ বলে ৩২ রান করেন হেইনরিক ক্লাসেন। ২৪ বলে ৩০ রান করেন অধিনায়ক প্যাট কামিন্স। ১২ বলে ১৬ রান করেন আবদুল সামাদ। কেকেআর-এর হয়ে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ২৬ রান দিয়ে ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ১৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় কেকেআর। ২৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ আইয়ার। ২৪ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার। ফলে সহজ জয় পায় কেকেআর

ফাইনালে কেকেআর-এর ভরসা স্টার্ক

বিপুল অর্থের বিনিময়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার স্টার্ককে দলে নিয়েছে কেকেআর। দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই পেসার। ফাইনালেও ভালো পারফরম্যান্স দেখিয়ে কেকেআর-কে চ্যাম্পিয়ন করতে মরিয়া স্টার্ক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024 Qualifier 2 SRH vs RR: জেতালেন শাহবাজ আহমেদ, রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ

MS Dhoni: আগামী আইপিএল-এও খেলবেন ধোনি, আশাবাদী সিএসকে সিইও কাশী বিশ্বনাথন

Virat Kohli: দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও আইপিএল-এ নতুন উচ্চতায় বিরাট কোহলি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু