টি-২০ বিশ্বকাপের পর কি ভারতীয় ক্রিকেটের খোলনলচে বদলে যেতে চলছে? বিসিসিআই সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অদূর ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের কাঠামোয় অনেক বদল দেখা যেতে পারে।
টি-২০ বিশ্বকাপের পরেই ভারতীয় দলের প্রধান কোচ পদ থেকে সরে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। তাঁর সতীর্থ ভিভিএস লক্ষ্মণও কি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদ থেকে সরে যাবেন? ভারতীয় ক্রিকেট মহলে এখন এই আলোচনা চলছে। চলতি বছরের সেপ্টেম্বরে লক্ষ্মণের সঙ্গে বিসিসিআই-এর চুক্তি শেষ হচ্ছে। এরপর নতুন চুক্তি করা হবে না লক্ষ্মণকে ছেড়ে দেবে বিসিসিআই, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কয়েকটি সিরিজে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ চালালেও, পাকাপাকিভাবে জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে নারাজ লক্ষ্মণ। তিনি অবশ্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে ভালো কাজ করেছেন। এই কারণে তাঁকে রেখে দেওয়ার পক্ষে মতপ্রকাশ করছেন অনেকে। তবে বিসিসিআই কী করবে এখনও স্পষ্ট নয়।
জাতীয় দলের কোচ হতে কেন নারাজ লক্ষ্মণ?
দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার আবেদন জানালে সর্বসম্মতভাবে নির্বাচিত হতে পারেন লক্ষ্মণ। ৩ বছরের চুক্তিতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকার সময় মাঝেমধ্যেই জাতীয় দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। কিন্তু আরও সাড়ে ৩ বছরের জন্য জাতীয় দলের কোচ হিসেবে কাজ চালাতে চাইছেন না এই প্রাক্তন ক্রিকেটার। জাতীয় দলের নতুন প্রধান কোচ হওয়ার জন্য আবেদন জানানোর শেষ দিন সোমবার। এর মধ্যে লক্ষ্মণ আবেদন জানাবেন বলে মনে হচ্ছে না। ফলে অন্য কেউ জাতীয় দলের নতুন কোচ হতে চলেছেন।
জাতীয় দলের কোচ হবেন গম্ভীর?
কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব ছেড়ে জাতীয় দলের নতুন প্রধান কোচ হতে পারেন গৌতম গম্ভীর। তিনি জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, কোনও ভারতীয়কেই জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ করা হবে। ফলে গম্ভীরের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বাড়ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Ricky Ponting: জাতীয় দলের কোচ হতে আগ্রহী কিন্তু এখনই নয়, কারণ জানালেন রিকি পন্টিং
MS Dhoni: আগামী আইপিএল-এও খেলবেন ধোনি, আশাবাদী সিএসকে সিইও কাশী বিশ্বনাথন