ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মধ্যেই আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। মার্চের তৃতীয় সপ্তাহে আইপিএল শুরু হতে পারে শোনা যাচ্ছে।
২১ মার্চ নয়, ২২ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। এমনই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধূমল। তিনি জানিয়েছেন, '২২ মার্চ চেন্নাইয়ে শুরু হবে লিগ।' বিসিসিআই-এর পক্ষ থেকে অবশ্য এখনও সরকারিভাবে আইপিএল-এর সূচি ঘোষণা করা হয়নি। তবে আইপিএল চেয়ারম্যান নিজে যখন বলছেন ২২ মার্চ আইপিএল-এর উদ্বোধন হবে, তখন আর কোনও সংশয় নেই। ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের পর ক্রিকেটাররা বিশ্রাম পাচ্ছেন না। ৫ ম্যাচের টেস্ট সিরিজের পরেই আইপিএল-এ খেলতে হবে রোহিত শর্মা, জসপ্রীত বুমরাদের। এই কারণেই টি-২০ বিশ্বকাপের আগে ক্রিকেটারদের অতিরিক্ত পরিশ্রম ও চোটের আশঙ্কার কথা মাথায় রয়েছে নির্বাচকদের।
উদ্বোধনী ম্যাচে চেন্নাই-গুজরাট লড়াই?
চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ২২ মার্চ উদ্বোধনী ম্যাচের আগে চিপকে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। গতবার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই এবার উদ্বোধনী ম্যাচ আয়োজনের দায়িত্ব পাচ্ছে চেন্নাই। তবে গত আইপিএল-এর রানার্স গুজরাট টাইটানস এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ খেলবে কি না সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। আইপিএল চেয়ারম্যান জানিয়েছেন, 'এখনও পর্যন্ত কিছু ঠিক হয়নি।' সিএসকে সিইও জানিয়েছেন, ‘আমাদের প্রতিপক্ষ কে হবে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানতে পারিনি।’
লোকসভা নির্বাচনের নির্ঘণ্টের জন্য অপেক্ষা করছে বিসিসিআই
এবার লোকসভা নির্বাচন ও আইপিএল একসঙ্গে চলবে। অতীতে লোকসভা নির্বাচনের সময় বিদেশে আইপিএল আয়োজন করা হলেও, এবার দেশেই সব ম্যাচ হবে বলে জানিয়েছে বিসিসিআই। এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেনি নির্বাচন কমিশন। এই কারণেই অপেক্ষা করছে বিসিসিআই। আইপিএল চেয়ারম্যান জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই আইপিএল-এর প্রথম ১০-১২ দিনের সূচি ঘোষণা করা হবে। তারপর নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলে আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: আইপিএল-এ ধোনির দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ক্যাটরিনা কাইফ
IPL 2024: মার্ক উডের পরিবর্তে লখনউ সুপার জায়ান্টসে ক্যারিবিয়ান তারকা শামার জোশেফ
IPL 2024: চেন্নাই সুপার কিংসের নতুন স্পনসর ইতিহাদ, ধোনির জার্সি প্রকাশের ভিডিও ভাইরাল