IPL 2024: কোন ক্রিকেটারদের ধরে রাখল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি? বাদ পড়লেন কারা?

রবিবার ছিল আইপিএল নিলামের আগে ক্রিকেটারদের ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ দিন। সব ফ্র্যাঞ্চাইজিই ক্রিকেটারদের তালিকা জমা দিল।

আগামী মাসে আইপিএল-এর নিলামের আগে কোনও দলের সঙ্গে ক্রিকেটার অদল-বদল করল না কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগে দলে ধরে রাখা হল নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সূযশ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তীকে। ছেড়ে দেওয়া হল শাকিব আল-হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ওয়াইজি, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি ও জনসন চার্লসকে। এরপর নিলামে বাকি ক্রিকেটারদের নিয়ে পুরো দল গঠন করা হবে।

হার্দিক পান্ডিয়াকে ছাড়ল না গুজরাট টাইটানস

Latest Videos

আইপিএল-এর রানার্স গুজরাট টাইটানস ধরে রেখেছে অধিনায়ক হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, শুবমান গিল, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, বি সাই সুদর্শন, দর্শন নলকাণ্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ শামি, নূর আহমেদ, আর সাই কিশোর, রশিদ খান, জশ লিটল ও মোহিত শর্মাকে। ছেড়ে দেওয়া হয়েছে আলজারি জোশেফ, ওডেন স্মিথ, দাসুন শনাকা, যশ দয়াল, কে এস ভরতস শিবম মাভি, উর্বিল প্যাটেল ও প্রদীপ সাঙ্গওয়ানকে।

নিলামের আগে কেমন হল মুম্বই ইন্ডিয়ানসের দল?

অধিনায়ক রোহিত শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, ক্যামেরন গ্রিন, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জসপ্রীত বুমরা, কুমার কার্তিকেয়, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল ও জেসন বেহরেনডর্ফকে ধরে রেখেছে। ট্রেডের মাধ্যমে দলে নেওয়া হয়েছে রোমারিও শেফার্ডকে। ছেড়ে দেওয়া হয়েছে আর্শাদ খান, রমনদীপ সিং, হৃতিক শকিন, রাঘব গয়াল, জোফ্রা আর্চার, ট্রিস্টান স্টাবস, ডুয়ান জ্যানসেন, ঝাই রিচার্ডসন, রিলি মেরেডিথ, ক্রিস জর্ডান ও সন্দীপ ওয়ারিয়ারকে।

চেন্নাই সুপার কিংসে রদবদল

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, দীপক চাহার, ডেভন কনওয়ে, তুষার দেশপাণ্ডে, শিবম দুবে, রুতুরাজ গায়কোয়াড়, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, অজয় মণ্ডল, মুকেশ চৌধুরী, মাথিসা পাথিরানা, অজিঙ্কা রাহানে, শায়েক রশিদ, মিচেল স্যান্টনার, সিমরজিৎ সিং, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি ও মাহিশ থিকসানাকে ধরে রাখল চেন্নাই সুপার কিংস। ছেড়ে দেওয়া হল বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, ভগৎ ভার্মা, শুভ্রাংশু সেনাপতি, অম্বাতি রায়াডু, কাইল জেমিয়েসন, আকাশ সিং ও সিসান্দা মাগালাকে।

কোন জায়গায় আরসিবি?

ফাফ দু প্লেসি, রজত পতিদার, বিরাট কোহলি, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সূযশ প্রভুদেশাই, উইল জ্যাকস, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরোর, করণ শর্মা, মনোজ ভাণ্ডাগে, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, রিসি টপলি, হিমাংশু শর্মা, রজন কুমার ও বিশাক বিজয়কুমারকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ট্রেডের মাধ্যমে দলে নেওয়া হয়েছে ময়ঙ্ক দাগারকে। ছেড়ে দেওয়া হয়েছে ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, জশ হ্যাজেলউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, সোনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কউল ও কেদার যাদবকে। ট্রেডের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে শাহবাজ আহমেদকে।

কাদের ধরে রাখল দিল্লি ক্যাপিটালস?

ঋষভ পন্থ, প্রবীণ দুবে, ডেভিড ওয়ার্নার, ভিকি অসটওয়াল, পৃথ্বী শ, অ্যানরিখ নর্খিয়ে, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, লুঙ্গি এনগিডি, ললিত যাদব, খলিল আহমেদ, মিচেল মার্শ, ইশান্ত শর্মা, যশ ধূল ও মুকেশ কুমারকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। ছেড়ে দেওয়া হয়েছে রিলি রসোউ, চেতন সাকারিয়া, রভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগরকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, আমন খান ও প্রিয়ম গর্গকে।

শক্তিশালী দল রাজস্থান রয়্যালসের

সঞ্জু স্যামসন, জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জসওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডনোভান ফেরেইরা, কুণাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নবদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণ, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল ও অ্যাডাম জাম্পাকে ধরে রাখল রাজস্থান রয়্যালস। ট্রেডের মাধ্যমে দলে নেওয়া হয়েছে আবেশ খানকে। ছেড়ে দেওয়া হয়েছে জো রুট, আবদুল বাসিত, জেসন হোল্ডার, আকাশ বশিষ্ট, কুলদীপ যাদব, ওবেদ ম্যাকয়, মুরুগান অশ্বিন, কে সি কারিয়াপ্পা ও কে এম আসিফকে ছেড়ে দেওয়া হয়েছে। ট্রেডের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে দেবদত্ত পাড়িক্কলকে।

কেমন দল গড়ছে পাঞ্জাব কিংস?

শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, গুরনুর সিং ব্রার, জিতেশ শর্মা, শিবম সিং, রাহুল চাহার, প্রভসিমরণ সিং, ম্যাথু শর্ট, আর্শদীপ সিং, হরপ্রীত ভাটিয়া, হরপ্রীত ব্রার, অথর্ব তাইদে, বিদওয়াথ কাবেরাপ্পা, ঋষি ধাওয়ান, কাগিসো রাবাদা, স্যাম কারান, নাথান এলিস ও সিকন্দর রাজাকে ধরে রাখল পাঞ্জাব কিংস। ছেড়ে দেওয়া হল ভানুকা রাজাপক্ষ, মোহিত রাঠি, বলতেজ ধান্দা, রাজ অঙ্গদ বাওয়া ও শাহরুখ খানকে।

কী রণকৌশল সানরাইজার্স হায়দরাবাদের?

আবদুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, হেইনরিখ ক্লাসেন, ময়ঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং, উপেন্দ্র সিং যাদব, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, মার্কো জ্যানসেন, ওয়াশিংটন সুন্দর, সানবীর সিং, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, ময়ঙ্ক মার্কণ্ডে, উমরান মালিক ও ফজলহক ফারুকিকে ধরে রাখল সানরাইজার্স হায়দরাবাদ। ট্রেডের মাধ্যমে দলে নেওয়া হল শাহবাজ আহমেদকে। ছেড়ে দেওয়া হল হ্যারি ব্রুক, সমর্থ ব্যাস, কার্তিক ত্যাগী, বিভ্রান্ত শর্মা, আকিল হোসেন ও আদিল রশিদকে। ট্রেডের মাধ্যমে ছেড়ে দেওয়া হল ময়ঙ্ক দাগারকে।

কেমন দল গড়ছে লখনউ সুপার জায়ান্টস?

কে এল রাহুল, কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, আয়ূষ বাদোনি, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পান্ডিয়া, কাইল মেয়ার্স, মার্কাস স্টোইনিস, প্রেরক মাঁকড়, যুধবীর সিং, মার্ক উড, ময়ঙ্ক যাদব, মহসিন খান, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, অমিত মিশ্র ও নবীন-উল-হককে ধরে রাখল লখনউ সুপার জায়ান্টস। ট্রেডের মাধ্যমে দলে নেওয়া হল দেবদত্ত পাড়িক্কলকে। ছেড়ে দেওয়া হল ড্যানিয়েল স্যামস, করুণ নায়ার, জয়দেব উনাদকাট, মনন ভোহরা, করণ শর্মা, সূর্যাংশ শেদগে, স্বপ্নীল সিং ও অর্পিত গুলেরিয়াকে। ট্রেডের মাধ্যমে ছেড়ে দেওয়া হল রোমারিও শেফার্ড ও আবেশ খানকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: বাংলাদেশের ক্রিকেটারদের বাদ দিয়েই হতে চলেছে ২০২৪ সালের আইপিএল?

MS Dhoni: অনুরাগীর সুপার বাইকে সওয়ার, অটোগ্রাফও দিলেন ধোনি, ভাইরাল ভিডিও

Mohammed Shami: পাহাড়ের খাদে হুড়মুড় করে গড়িয়ে গেল গাড়ি! তড়িঘড়ি উদ্ধারে শামি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন