IPL 2024: বাংলাদেশের ক্রিকেটারদের বাদ দিয়েই হতে চলেছে ২০২৪ সালের আইপিএল?

Published : Nov 26, 2023, 07:57 PM ISTUpdated : Nov 26, 2023, 09:21 PM IST
Shakib

সংক্ষিপ্ত

এবারের ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর বাংলাদেশের সমর্থকরা যে আচরণ করেছেন, তার তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারতে বিভিন্ন মহল থেকে বাংলাদেশীদের বয়কটের ডাক দেওয়া হচ্ছে।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর আইপিএল থেকে পাকিস্তানের ক্রিকেটারদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সেই ২৬ নভেম্বরই আইপিএল থেকে বাদ পড়লেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। শাকিব আল-হাসান ও লিটন দাসকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। বিসিসিআই ও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, ২০২৪ সালের আইপিএল-এ বাংলাদেশের কোনও ক্রিকেটারকেই সুযোগ দেওয়া হবে না। বর্তমানে ভারত-বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক যে জায়গায়, তাতে এই সিদ্ধান্ত প্রত্যাশিত। ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দল হেরে যাওয়ার পর বাংলাদেশে উৎসবের ছবি দেখা যায়। বাংলাদেশের মানুষ ভারত-বিরোধিতার চরম নিদর্শন রাখেন। এরপর আইপিএল-এ বাংলাদেশের ক্রিকেটারদের খেলার সুযোগ দেওয়া হলে ভারতের ক্রিকেটপ্রেমীরা সেটা ভালোভাবে নিতেন না। সেই কারণেই হয়তো এই সিদ্ধান্ত নিল বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজিগুলি।

বিসিসিআই-এর প্রত্যাশিত পদক্ষেপ

২০২৩ সালের আইপিএল শেষ হওয়ার আগেই বিসিসিআই-এর পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ২০২৪ সালের আইপিএল-এ বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে না। কারণ, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয় ফ্র্যাঞ্চাইজিগুলিকে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ঠিক সময়ে ক্রিকেটারদের ছাড়েনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে কোনও ম্যাচই খেলেননি শাকিব। তিনি আইপিএল থেকে সরে যান। লিটন মাত্র কয়েকটি ম্যাচের জন্য কেকেআর-এর সতীর্থদের সঙ্গে ছিলেন। মুস্তাফিজুরকে নিয়েও সমস্যায় পড়ে দিল্লি ক্যাপিটালস। শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাওয়া নিয়েও সমস্যায় পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলি। আইপিএল-এ বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংখ্যা বেশি। সেই কারণে সমস্যা বেশি হয়।

ফ্র্যাঞ্চাইজিগুলির অনীহা

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের পুরো মরসুমে না পাওয়ার কারণে তাঁদের দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়েছে আইপিএল-এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। ফলে এবারের আইপিএল-এ শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটারদের না দেখে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: ছাড়ল না গুজরাট টাইটানস, অধিনায়ক হিসেবেই থাকছেন হার্দিক পান্ডিয়া

MS Dhoni: অনুরাগীর সুপার বাইকে সওয়ার, অটোগ্রাফও দিলেন ধোনি, ভাইরাল ভিডিও

Shubman Gill: পরবর্তী লক্ষ্য দক্ষিণ আফ্রিকা সফর, হতাশা কাটিয়ে তৈরি হচ্ছেন শুবমান গিল

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত